শান্তিনিকেতনের আদলে বসন্ত উৎসব বিভূতিভূষণ বি.এড. কলেজ প্রাঙ্গণে

Holi-Festival-in-the-form-of-Santiniketan-Bibhutibhushan-B-Ed-On-college-campus

সায়ন ঘোষ, বনগাঁ : "ওরে গৃহবাসী, খোল্‌ দ্বার খোল্‌, লাগল যে দোল।" আগামীকাল বসন্ত উৎসব। আর তার আগের দিনই অবির খেলে এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে বসন্ত উৎসব পালন করল উত্তর ২৪ পরগণা জেলার বনগাঁ বিভূতিভূষণ বি.এড. কলেজে।

করোনার প্রভাবে গত দুবছর দেখা মেলেনি বসন্ত উৎসবের। বন্ধ ছিল সকল শিক্ষাপ্রতিষ্ঠান। সেই আবেগকে সামনে রেখে এদিন বিভূতিভূষণ বি.এড. কলেজ এর বসন্ত উৎসব যেন একটুকরো শান্তিনিকেতন-এর রূপ নেয়। এবছর সপ্তম বর্ষে পদার্পন করল বিভূতিভূষণ বি.এড. কলেজের বসন্ত উৎসব। নাচ, গান, আবৃত্তি একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উৎযাপিত হল এবারের বসন্ত উৎসব।

দাবার রাজধানীতেই হতে চলেছে দাবা অলিম্পিয়াড

বৃহস্পতিবার সকাল থেকেই বিভূতিভূষণ বি.এড. কলেজ ক্যাম্পাস সেজে উঠেছিল রঙিন হয়ে। এদিন কলেজের পড়ুয়ারা বসন্তের সাজে গোটা কলেজ প্রাঙ্গনকে ভরিয়ে তোলে। একদিকে হলুদ শাড়ি ও অন্যদিকে হলুদ পাঞ্জাবী পড়ে বসন্ত উৎসবে সামিল হয় পড়ুয়ারা।

'দা কাশ্মীর ফাইলস' দেখার জন্য অর্ধ দিনের ছুটি ঘোষণা করল অসম সরকার

প্রতিবছরের ন্যায় কলেজ পড়ুয়া এবং কলেজ কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে বসন্ত উৎসবের আয়োজন করা হয়। নিয়ম মেনে দোল পূর্ণিমার একদিন আগে বিভূতিভূষণ বি.এড. কলেজে পালিত হয়ে আসছে বসন্ত উৎসব। একে অপরকে আবির দিয়ে রাঙিয়ে তোলার সাথে সাথে বন্ধুত্বের আলিঙ্গন দিয়ে বসন্ত উৎসব পালিত হয়। এদিন বসন্তের গান ও নাচের মধ্যে দিয়ে সূচনা হয় অনুষ্ঠানের। 

Holi-Festival-in-the-form-of-Santiniketan-Bibhutibhushan-B-Ed-On-college-campus

আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনগাঁর একাধিক সাহিত্যিক প্রেমী মানুষ। বিভূতিভূষণ বি.এড. কলেজ সচিব প্রদীপ দে বলেন, আমদের এবারের বসন্ত উৎসব সপ্তম বর্ষে পদার্পন করল। আমাদের কলেজ শুরুর আগের থেকেই এই বসন্ত উৎসব আমাদের কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সমস্ত বনগাঁবাসী এই উৎসব সামিল হন। সকলে অপেক্ষায় থাকে এই দিনটির জন্য।

বসন্ত উৎসবে শামিল হতে পেরে খুশি কলেজের পড়ুয়ারা থেকে শুরু করে এলাকার মানুষ।

Post a Comment

Previous Post Next Post