Halisahar : বোমা আতঙ্কে উত্তপ্ত পরিবেশ

Halishahar-is-hot-with-bomb-terror


প্রতিনিধি : পুরভোটের ফল প্রকাশের পর থেকেই  জেলায় জেলায় বোমা আতঙ্কে উত্তপ্ত পরিবেশ। এবার হালিশহর পৌরসভার ১৯ নম্বর কাউন্সিলার অশোক কুমার যাদবের গাড়ি লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে দুষ্কৃতীরা। পরপর দুটি বোমা চালানো হয়।

সূত্রে খবর, শনিবার গভীর রাতে হালিশহর এইচকে ভট্ট রোড এলাকার হালিশহর পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে উদ্দেশ্য করে গাড়ি ওপর বোমা চালায় দুষ্কৃতীরা। পরপর দুটি বোমা নিক্ষেপ হয়।

রুশ - ইউক্রেন যুদ্ধে আটক এমবিপিএস ছাত্র সুন্দর; আতঙ্কে সোদপুরের পরিবার

কাউন্সিলর অশোক কুমার যাদবের অভিযোগ, এদিন রাতে গাড়ি লক্ষ্য করে দুটো ছেলে বোম চালায় এবং পালিয়ে যায়। ঘটনাক্রমে রাতে  অন্ধকার থাকার কারণে চেনা যায়নি দুষ্কৃতীদের। ঘটনায় প্রতিবেশী মায়াদেবী জানান, রাতের বেলা হঠাৎ করে খুবই জোরে আওয়াজ শুনতে পাই। এখন আতঙ্কে রয়েছি আমরা সকলে।

গাড়িতে হামলার আতঙ্কের প্রশ্নে কাউন্সিলর অশোকবাবু বলেন, "আমার কোনও আতঙ্ক নেই।  শুভেন্দু অধিকারী, জেলা প্রেসিডেন্ট পার্থ ভৌমিক সকলের যে ভাবে আমাকে আশ্বাস দিয়েছে তাতে আমার কোনো ক্ষতি হবে না।" অশোক বাবুর কথায়, সেই সময় বাড়িতে খাওয়াদাওয়া করছিলেন তিনি। হঠাৎ বোমা শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। বাইরে এসে দেখতে পায় তার গাড়িকে লক্ষ্য করে দুটি ছেলে বোম চালায় ও রাতের অন্ধকারে পালিয়ে যায়।

বনগাঁ পেট্রাপোল সীমান্তে বন্ধ আমদানি-রপ্তানি বাণিজ্য

উল্লেখ্য, কদিন আগেও বিজেপি-তৃণমূল সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল হালিশহর। বিজেপির কর্মসূচিকে কেন্দ্র করে হামলার অভিযোগ ওঠে। ভাঙচুর করা হয় অর্জুন সিংয়ের গাড়ি। রবিবার উত্তর ২৪ পরগণার এই ঘটনার খবর পৌঁছে গিয়েছে দিল্লি পর্যন্ত। সাংসদদের খবর নিয়েছেন বিজেপির  শীর্ষ নেতৃত্ব।

Post a Comment

Previous Post Next Post