চেয়ারম্যান পদে শপথ নিলেন গোপাল, ভাইস চেয়ারপার্সন পদে জ্যোৎস্না; পদ না পেয়ে বিস্ফোরক কৃষ্ণা

Gopal-the-first-citizen-of-Bangaon-the-second-Jyotsna-Explosive-Krishna-without-getting-position


সার্বভৌম সমাচার প্রতিবেদন : সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বুধবার বনগাঁ পৌরসভার চেয়ারম্যান হিসাবে শপথ নিলেন গোপাল শেঠ এবং ভাইস চেয়ারপার্সন হিসাবে শপথ নিলেন বনগাঁ পৌরসভার প্রাক্তণ চেয়ারপার্সন জ্যোৎস্না আঢ্য।

তৃণমূলের জয়ী প্রার্থীদের পাশাপাশি এদিন শপথ নেন বিজেপির জয়ী প্রার্থী দেবদাস মণ্ডল, জাতীয় কংগ্রেসের জয়ী প্রার্থী ঋতুপর্ণা আঢ্য ও নির্দলের জয়ী প্রার্থী চিরঞ্জিত বিশ্বাস। সকল কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করান বনগাঁর ডেপুটি ম্যাজিস্ট্রেট সংঘমিত্রা দাস

Gopal-the-first-citizen-of-Bangaon-the-second-Jyotsna-Explosive-Krishna-without-getting-position


এদিকে কাউন্সিলর পদে শপথ নেওয়ার পর সাংবাদিক বৈঠকের মাঝেই বিস্ফোরক হয়ে ওঠেন বনগাঁ পৌরসভার ছয়বারের প্রাক্তণ কাউন্সিলর এবং তিনবারের প্রাক্তণ ভাইস চেয়ারপার্সন কৃষ্ণা রায়

আরও পড়ুন-- 'দা কাশ্মীর ফাইলস' দেখার জন্য অর্ধ দিনের ছুটি ঘোষণা করল অসম সরকার

তিনি সভাকক্ষ ছেড়ে বেরিয়ে এসে বলেন, “দল আমাদের টিকিট দিয়েছিল, আমরা বারে বারে জিতে দেখিয়ে দিয়েছি মানুষের কাছে আমাদের গ্রহণ যোগ্যতা আছে। তবে এসবের এখানে কোন দাম নেই। এখানে পয়সা-মাল্টু দিলেই চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান হওয়া যাবে। আমাদের পয়সা নেই, আমাদের পদ দেবে কেন? আমাদের পয়সা নেই যে আমরা টিকিট কিনে চেয়ারে বসে পড়ব। তবে এটা সবথেকে লজ্জার যে, একজন সর্বোচ্ছ পদ উপভোগ করার পরে আবার সর্বনিন্ম পদের দাবীদার হয়।”

Gopal-the-first-citizen-of-Bangaon-the-second-Jyotsna-Explosive-Krishna-without-getting-position


এদিন সকাল থেকেই নিরাপত্তার কথা মাথায় রেখে বনগাঁ পৌরসভার আশপাশের এলাকা গুলিতে অতিরিক্ত পুলিশি প্রহরার ব্যবস্থা করা হয়। সবশেষে নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারপার্সনসহ কাউন্সিলরদেরকে  নীলদর্পণ এর পাশের অনুষ্ঠান মঞ্চে সম্বর্ধনা জানানো হয়

Post a Comment

Previous Post Next Post