যুদ্ধের রণক্ষেত্র থেকে ফিরে এলো আরো চল্লিশ বাঙালি; ইউক্রেন পরিস্থিতি নিয়ে আজ বৈঠক মোদির

 

Forty-more-Bengalis-returned-from-the-battlefield-Modi-will-hold-a-meeting-today-on-the-situation-in-Ukraine

ঈশিতা সাহা: যুদ্ধের রণক্ষেত্র থেকে শুক্রবার সকালেই দিল্লিতে ফিরলেন আরও ৪০ জন বাঙালি পড়ুয়া। ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমানে ফিরিয়ে আনা হয়েছে তাঁদের। তবে আজ ফের ইউক্রেনের পরিস্থিতি বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইউক্রেন থেকে কতজন ভারতীয় ফিরেছেন, বা কাদের এখনও ফেরা বাকি আছে এবং তাদের কত দ্রুত নিরাপদে ফিরিয়ে আনা যায় এই বিষয়গুলিও বৈঠকে উঠে আসবে আজ।


 রাজ্য সরকারের উদ্যোগে ইউক্রেন ফেরত পড়ুয়াদের অতিথি আবাসে রাখা হয়েছে এই মুহূর্তে। আজ প্রথম ৪০জন পড়ুয়াকে দুপুরের বিমানে কলকাতায় ফেরানো হবে। বাকিদের কলকাতায় ফেরানো হবে সন্ধ্যার বিমানে। এর আগে গত কয়েকদিনে রাজ্যে ফিরিয়ে আনা হয়েছে ইউক্রেন ফেরৎ পঞ্চাশাধিক পড়ুয়াকে।


উল্লেখ্য, বেলারুশে হয়েছে ইউক্রেন-রাশিয়ার দ্বিতীয় দফার বৈঠক। এই বৈঠকে যুদ্ধবিরতির দাবি করে ইউক্রেন। এবার তৃতীয় দফার বৈঠকে বসবে দুই দেশ। সরাসরি পুতিনের সঙ্গে বৈঠকে বসার প্রস্তাব এনেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।


এদিকে  পূর্ব মেদিনীপুরের তমলুকের নিমতৌড়ির ভৌমিক পরিবারের মেয়ে সনিয়া ভৌমিক,মেডিকেলে পড়াশোনা করতে গিয়েছিলো ইউক্রেনে। অবশেষে ভারত সরকারের সহযোগীতা পেয়ে বাড়িতে ফিরতে পেরে ধন্যবাদ জানিয়েছেন ভারত সরকারকে।যুদ্ধ বিরতী ঘটলেও আদৌ পরবর্তী সময়ে ইউক্রেনে যাবেন কিনা তাই এখন ভাববার বিষয়।


Post a Comment

Previous Post Next Post