টলি অভিনেত্রীর নামে ভুয়ো প্রোফাইল; আইনের দ্বারস্থ

Fake-profile-in-the-name-of-Tolly-actress-At-the-door-of-the-law

প্রতিনিধি : সোশ্যাল মিডিয়ার যুগে নানা ফাঁদে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। এবার সেই বিভ্রান্তিকর সোশ্যাল মিডিয়ার ফাঁদে পড়তে হলো টলি অভিনেত্রী পায়েল সরকার কেও। টলি অভিনেত্রী পায়েল সরকারের নামে ফেসবুক প্রোফাইল খুলে টাকা চাওয়ার অভিযোগে পড়তে হলো সাধারণ মানুষকে। ঘটনাটির লিখিত অভিযোগ করেন অভিনেত্রী পায়েল সরকার।

পুলিশ সূত্রের খবর, বেশ কয়েক দিন আগে টলি অভিনেত্রী পায়েল সরকারের নামে কোনো ফেসবুক প্রোফাইল খুলে টাকা চাওয়ার অভিযোগ উঠল এক অপরিচিত ব্যক্তির বিরুদ্ধে। অভিনয়ের কাজের সুযোগ দেওয়া হবে বলে প্রস্তাব দেখিয়ে একজন ব্যক্তির কাছ থেকে টাকা চাওয়ার অভিযোগ ওঠে ওই ভুয়ো প্রোফাইলের বিরুদ্ধে।

বছর দুয়েক পর চালু হলো আন্তর্জাতিক বিমান পরিষেবা

ওই ব্যক্তি জানান টলিউড অভিনেত্রী পায়েল সরকারের নামে ভুয়া ফেসবুক প্রোফাইলের সাথে বেশ কয়েক দিন ধরে কাজের সুবাদে কথাবার্তা হতে থাকে ।  অভিনয়ের কাজে সুযোগ করে দেওয়া হবে বলে প্রস্তাব দেওয়া হয় তাকে। তারপরই অভিনেত্রীর ওই প্রোফাইল থেকে টাকা চাওয়া হয়।

ঘটনাটি জানতে পেরে  টলি অভিনেত্রী পায়েল সরকার ব্যারাকপুর পুলিশ কমিসনারের সাইবার সেলে অভিযোগ জানান। সাইবার সেলের পুলিশ কমিশনার ঘটনাটি খতিয়ে দেখছেন এবং এর পিছনে কে রয়েছে তাকেও গ্রেপ্তার করা হবে বলে জানানো হয়েছে।

Post a Comment

Previous Post Next Post