পুরভোটের ফল প্রকাশের পর বর্ধমানে কিশোরীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য!

Excitement-surrounding-the-unusual-death-of-a-teenager-in-Burdwan-after-the-publication-of-the-pre-poll-results


ঈশিতা সাহা: বুধবার পুরভোটের ফলাফল ঘোষণার ঘণ্টা খানেকের পর তৃণমূলের এক নাবালিকা কর্মী গলায় ওড়নার ফাঁস দিয়ে আত্মঘাতী হওয়ার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক মহল। ঘটনাটি বর্ধমানের ২৭নম্বর ওয়ার্ডের বাবুরবাগ এলাকায় । মৃত নাবালিকার বয়স ১৭ বছর।


তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে এই নির্মম ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ পরিবারের। ইতিমধ্যে থানায় অভিযোগ জানানো হয়েছে। জয়ী তৃণমূল প্রার্থী শেখ বসির আহমেদ ওরফে বাদশা-সহ ১৪ জন টিএমসি নেতা কর্মীরা বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে নাবালিকার দিদি ।


ওই নাবালিকার পরিবারের অভিযোগ, ২৭ নম্বর ওয়ার্ডের জয়ী তৃণমূল প্রার্থী শেখ বসির আহমেদ ওরফে বাদশাের বিপক্ষ গ্রুপ করেন তারা। সেই কারণে এদিন জয়ের পর বসির আহমেদরের অনুগামীরা বাড়িতে গিয়ে হুমকি দেয়। এমনকি জয়ী তৃণমূল প্রার্থী অনুগামীরা কিশোরীর শ্লীলতাহানি করে। এর আগেও তাদের ওপরে অত্যাচার হতো কিন্তু জেতার পর সেই অত্যাচার প্রবল হয়। ফলে অপমান এবং আতঙ্কের জেরেই আত্মহত্যার পথ বেছে নেয় ১৭ বছরের নাবালিকা।


ঘটনার পর বুধবার বিকালে বর্ধমান পুরসভার ২৭ নং ওয়ার্ডের বাবুরবাগ মসজিদ সংলগ্ন নতুনপল্লিতে বাড়ি থেকে নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তাকে মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এর পরেই তৃণমূলের পার্টি অফিসের সামনে তৃণমূলের পতাকায় মুরে দেহ রেখে বিক্ষোভ চলে সারাদিন।


অভিযুক্ত তৃণমূল নেতা বসির আহমেদ অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। যে কোনও মৃত্যুই দুঃখজনক। নাবালিকা পরিবারের পাশে রয়েছেন।


Post a Comment

Previous Post Next Post