তৃতীয় দিনেও বৈঠকে মিললো না সুরাহা, ভয়ঙ্কর হতে চলেছে যুদ্ধ পরিস্থিতি

Even-on-the-third-day-the-meeting-did-not-agree-the-war-situation-is-going-to-be-terrible


ঈশিতা সাহা : সোমবার বেলারুশে আলোচনায় বসে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধি দল। প্রায় তিন ঘণ্টা ধরে মানবিক করিডর তৈরি করা ও সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা হয় দুই পক্ষের মধ্যে। কিন্তু কোন সূরাহার পথ পাওয়া যায়নি। যুদ্ধক্ষেত্রে পরিস্থিতি হয়ে উঠছে আরও উদ্বিগ্ন।

বাংলাদেশগামী গাড়িতে কাঁচামালের পরিবর্তে জিন্স, ফেব্রিক্স

ইউক্রেনের মিকোলেভ সেনা ব্যারাকে মিসাইল হামলা চালিয়েছে রুশ ফৌজ। ওই ঘটনায় ৯ ইউক্রেনীয় সেনার মৃত্যু হয়েছে বলে খবর। জানা নেই, বেলারুশ-পোল্যান্ড সীমান্তের বেলোভেজসকায়া পুশচা এলাকায় হওয়া ওই বৈঠক 'ইতিবাচক' বলেই দাবি করেছে কিয়েভ। তবে আলোচনায় খুশি নয় মস্কো। ইউক্রেনীয় প্রতিনিধি দলের সদস্য মিখাইলো পদোলিয়াক জানিয়েছেন।

চুরি করতে এসে বৃদ্ধার গলার নলি কেটে খুন! মৃতদেহ আটকে বিক্ষোভ ইচ্ছাপুরে

মঙ্গলবার অর্থাত্‍ আজ থেকে ইউক্রেনে মানবিক করিডর তৈরি করার বিষয়ে কিছুটা সহমত হয়েছে দুই দেশ। এছাড়া, যুদ্ধবিরতি ও আম নাগরিকের সুরক্ষার বিষয় নিয়েও আলোচনা হয়েছে। এদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সহযোগী ভ্লাদিমির মেদিনস্কির মন্তব্য, 'রাজনৈতিক ও সামরিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তবে পরিস্থিতি এখনও জটিল, তাই এই মুহূর্তে কিছু নির্দিষ্টভাবে বলা সম্ভব নয়।'

সা-রে-গা-মা-পা'র প্রথম পুরস্কার জিতল আলিপুরদুয়ারের নীলাঞ্জনা

এদিকে গতকাল ফোনে রাশিয়া ও ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেন মোদি। সংঘাত মেটাতে পুতিন যাতে সরাসরি জেলেনস্কির  সঙ্গে কথা বলেন, সেই অনুরোধ জানান প্রধানমন্ত্রী।

Post a Comment

Previous Post Next Post