প্রতিনিধি : বিধানসভায় তৃণমূল কংগ্রেস এবং বিরোধী দল বিজেপি বিধায়কের মধ্যে উত্তেজনা ছড়াল। বিজেপি সুত্রে খবর, বিজেপি বিধায়করা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে কথা বলার দাবি জানিয়েছিলেন। আর তার মধ্যেই শুরু হয় মারামারি।
বেআইনি মদ গাজা বিক্রির প্রতিবাদ করায় আক্রান্ত মহিলা
ওই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালভিয়া এবং মুখপাত্র শাহজাদ জয় হিন্দ সহ একাধিক নেতা। যেখানে অনেক বিধায়ককে হাতাহাতি করতে দেখা যায়।
রামপুরহাট কান্ড : রাজ্যের গঠিত 'সিট', আর কাজ করবে না, সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের
বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালভিয়া ভিডিওটি টুইট করে লিখেছেন, “পশ্চিমবঙ্গ বিধানসভায় চরম হট্টগোল। বাংলার রাজ্যপালের পরে, টিএমসি বিধায়করা এখন বিজেপি বিধায়কদের আক্রমণ করেছেন। কারণ তাঁরা রামপুরহাট গণহত্যা নিয়ে হাউসে আলোচনার দাবি জানিয়েছিলেন। কী লুকাতে চান মমতা বন্দ্যোপাধ্যায়?”
Absolute pandemonium in the West Bengal Assembly. After Bengal Governor, TMC MLAs now assault BJP MLAs, including Chief Whip Manoj Tigga, as they were demanding a discussion on the Rampurhat massacre on the floor of the house.
— Amit Malviya (@amitmalviya) March 28, 2022
What is Mamata Banerjee trying to hide? pic.twitter.com/umyJhp0jnE
এই ঘটনায় তৃণমূল বিধায়ক অসিত মজুমদার নাকে চোট পেয়েছেন এবং তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তিনি অভিযোগ করেছেন, বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী তাঁকে ঘুষি মারেন। একই সময়ে, হট্টগোলের পরে শুভেন্দু অধিকারী এবং আরও চারজন বিজেপি বিধায়ককে এই পুরো বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে।
ওডিন ঝড়ে শেষমেশ কাবু ব্যাঙ্গালোর
বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এই পুরো হৈচৈ নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলার সময় বলেন, বিরোধীরা আইনশৃঙ্খলা নিয়ে আলোচনার দাবি করেছিল এবং সরকার তা প্রত্যাখ্যান করেছিল। তারা আমাদের বিধায়কদের মারধর করার জন্য সিভিল ড্রেসে কলকাতা পুলিশ কর্মীদের নিয়ে আসে।