প্রতিনিধি : ১০ লক্ষ লোককে লকডাউনের আওতায় নিয়ে এল চিনা সরকার। সেখানে নতুন করে করোনা আতঙ্ক ছড়ানোয় আগে থেকেই কড়াকড়ি শুরু করেছে প্রশাসন। চিনা প্রশাসন সূত্রে খবর, এটিই চিনের সবচেয়ে বড় করোনা সংক্রমণ হতে চলেছে।
ইতিমধ্যে চিনের বেশ কয়েকটি প্রদেশে লকডাউন শুরু হয়েছে। চিনের অন্যতম বড় শহর সাংহাইতেও কোভিডের প্রভাব স্পষ্ট। করোনা যেভাবে বাড়ছে, তাতে যে কোনও মুহূর্তে সাংহাইতে লকডাউন ঘোষণা হতে পারে, সেই ভয়ে এখন থেকেই ফাঁকা বাজার।
আরও পড়ুন-- বেআইনি মদ গাজা বিক্রির প্রতিবাদ করায় আক্রান্ত মহিলা
মহামারীর আতঙ্কে ফের সাংহাইয়ের সুপার মার্কেটে ফাঁকা। লকডাউনের ভয়ে সেখানে মানুষ আগে থেকেই ঘর ভর্তি করে বাজার করতে শুরু করেছেন। করোনার নতুন প্রজাতির সবচেয়ে বেশি আক্রমণ দেখা গিয়েছে চিনের দ্বিতীয় বৃহত্তম শহর জিলিন প্রদেশে। ফলে কোনো রকম প্রাণের ঝুঁকি নিতে চাইছে না দেশ।
প্রসঙ্গত, রবিবার সাংহাই শহরে মোট ৩,৫০০টি নতুন সংক্রমণের ঘটনা চিহ্নিত হয়েছে। এই পরিস্থিত সংক্রমণ ঠেকাতে আমেরিকার মোটরগাড়ি নির্মাতা সংস্থা টেসলা-সহ বিভিন্ন সংস্থার কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে।
আরও পড়ুন-- বিধানসভায় ধুদ্ধুমার; বিজেপি- তৃণমূল বিধায়কদের মধ্যে হাতাহাতি, সাসপেন্ড বিজেপির ৫ বিধায়ক
দেখুন সোশ্যাল মিডিয়ায় ছাড়া সংবাদ সংস্থা AFP-র এই ভিডিও
VIDEO: Empty supermarket shelves in Shanghai after panic buying ahead of phased Covid lockdowns pic.twitter.com/eSNZAvxVr6
— AFP News Agency (@AFP) March 28, 2022