পুকুরে বিষ মিশিয়ে মাছ মারার অভিযোগ, লক্ষাধিক ক্ষতির দাবি ব্যাবসায়ীর

 

Complaint-of-killing-fish-by-mixing-poison-in-the-pond-the-traders-claim-millions-of-rupees

প্রতিনিধি : পুকুরে বিষাক্ত কীটনাশক মিশিয়ে প্রায় কুড়ি কুইন্টাল মাছ মেরে ফেলার অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটা কেমিয়া গ্রামে। ঘটনায় প্রায় ৩ লক্ষ টাকার আর্থিক ক্ষতির দাবি জানিয়েছেন ভুক্তভোগী মৎস্য ব্যবসায়ী মোঃ আজিজুল রহমান মন্ডল।

গতকাল বৃহস্পতিবার রাত আটটার পর ওই পুকুরে বিষ মিশিয়ে দেয়া হয়েছিল বলে অনুমান চাষির। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সকালে কেনিয়া গ্রাম অঞ্চল এলাকার বাসিন্দারা দেখতে পান কুকুরের চারিধারে মাছ মরে ভেসে রয়েছে। তারাই খবর দেন চাষী মোঃ আজিজুল রহমান মন্ডলকে।

রামপুরহাট কান্ড : রাজ্যের গঠিত 'সিট', আর কাজ করবে না, সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের

তিনি বলেন, " আজ ভোর ৬টা নাগাদ আমাকে ফোন করে জানানো হয় পুকুরে মাছ মরে ভেসে রয়েছে। পুকুর মালিক জয়দেব ঘোষের কাছে ২০ বছর ধরে লিজ নিয়ে মাছ চাষ করছি। আগে কখনোই এরকম ঘটনা ঘটেনি।"

দ্বন্দ্ব বা মতবিরোধের প্রশ্নে মৎস্যচাষী জানান এই গ্রামে তাঁর সঙ্গে কারো কোনো মতবিরোধ নেই কারো। তবে তার অনুমান পুকুর মালিকের সাথে কোনো প্রতিহিংসার ফলে ঘটনাটি ঘটেছে।

কন্যাশ্রী প্রকল্পে চাকরির সন্ধান, যে কোন বিষয়ে স্নাতক পাশেই আবেদন

খবর পেয়ে পুকুর ধারে ছুটে আসেন পুকুর মালিক জয়দ্বীপ ঘোষ। আক্ষেপ জানিয়ে তিনি বলেন, "গ্রামেরই এক শ্রেণীর লোক প্রতিহিংসার স্বরূপ এই  নৃশংস কাজটি করেছে। মালিকপক্ষ ও লিজ ওয়ালা উভয় পক্ষেরই ক্ষতি হোক এরকম উদ্দেশ্য নিয়ে এই কাজটি করা হয়েছে। তবে ঘটনায় উপযুক্ত অপরাধী ধরা পড়ুক এবং তার আইনত সাজা হোক বলে আশা করছি।"

এদিনের ঘটনা লিখিত অভিযোগ জানানো হয়েছে গাইঘাটা পুলিশ প্রশাসনকে। পুরো ঘটনাটি খতিয়ে দেখছেন বলে জানানো হয়েছে পুলিশ তরফে।

Post a Comment

Previous Post Next Post