"প্রত্যেক যুবককে ৪০০০ টাকা করে দেব কেন্দীয় সরকার !" ভুয়া বিজ্ঞপ্তি থেকে সচেতন থাকার নির্দেশ কেন্দ্রের

Center-to-be-aware-of-fake-notifications


রিয়া গিরি : সম্প্রতি ভারতের চারটি রাজ্যের সরকার গড়তে চলেছে বিজেপি সরকার। চারটি রাজ্যে নিজের আসন দখলের পর থেকে সোশ্যাল মিডিয়ায় একটি সরকারি নির্দেশিকা ক্রমশ ভাইরাল হচ্ছে। যেখানে কেন্দ্রে তরফ থেকে দেশের সমস্ত যুবককে ৪০০০ টাকার আর্থিক সহায়তা করার প্রকল্পের কথা বলা হয়েছে। এই সরকারি প্রকল্পটি যে ভুয়ো তা টুইটের মাধ্যমে সাফ জানিয়ে দিয়েছে পিআইবি ফ্যাক্ট চেক।

৫ লক্ষ টাকার মাদকদ্রব্য সহ গ্রেফতার ৪ জন

সূত্রের খবর, বেশ কয়েক দিন আগে সোশ্যাল মিডিয়া একটি বার্তা ক্রমশ ভাইরাল হচ্ছে যেখানে বলা হয়েছে প্রধানমন্ত্রীর আমানত সুরক্ষা যোজনা অধীনে এ দেশের সমস্ত যুবককে ৪ হাজার টাকার আর্থিক সহায়তা পাবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবির সাথে একটি চিঠিতে এই প্রকল্প সম্পর্কে সংক্ষেপে জানানো একটি ছবি সহ প্রকল্পের রেজিস্ট্রেশন লিংক সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হচ্ছে। কিন্তু কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে ভারত সরকারের তরফ থেকেই এমন কোন প্রকল্প চালু করা হয়নি।

তাই পিআইবি অর্থাৎ ভারত সরকার নীতি, কর্মসূচির উদ্যোগ এবং অর্জন সম্পর্কে সংবাদপত্রে এবং ইলেক্ট্রনিক মিডিয়া কে জানানোর জন্য তৈরি হওয়া এই সংস্থার তরফ থেকে বলা হয়েছে এই ধরনের বার্তা থেকে সাবধান থাকতে। শুধুমাত্র তাই নয়, এই প্রকল্পের নিচে দেওয়া রেজিস্ট্রেশন লিংকে ক্লিক করার সাথে সাথে একাউন্ট থেকে টাকা গায়েব হয়ে যাওয়ার ঘটনাও ঘটতে পারে।

ফের মা উড়ালপুলে দুর্ঘটনা, আহত ২

সে সম্পর্কে সচেতন হওয়ার নির্দেশ দিয়েছে পিআইবি ফ্যাক্ট চেক। পিআইবি ফ্যাক্ট চেক এর তরফ থেকে একটি টুইট করে সকলকে সাবধান থাকার অনুরোধ করা হয়েছে। এখানে বলা হয়েছে এই ধরনের কোন প্রকল্প চালাচ্ছে না কেন্দ্রীয় সরকার। তাই সকলের কাছে এই ধরনের ভুয়ো তথ্যের ফাঁদ এড়িয়ে চলার নির্দেশ দিয়েছে এই সংস্থা।

Post a Comment

Previous Post Next Post