প্রতিনিধি : এবার প্রবেশিকা পরীক্ষা দিয়ে কলেজ ভর্তির নতুন নিয়ম শুরু হতে চলেছে খুব শীঘ্রই। উচ্চমাধ্যমিক বা দ্বাদশ শ্রেণির পরীক্ষায় প্রাপ্ত ফল দেখিয়ে আগামীদিনে আর কলেজে ভর্তি হওয়া যাবে না।
ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হতে গেলে যেমন প্রবেশিকা পরীক্ষায় বসতে হয়, আগামীদিনে কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রেও প্রবেশিকা পরীক্ষায় বসতে হবে এমনটাই জানানো হচ্ছে।তবে এই নিয়ম বেসরকারি কলেজে ভর্তির ক্ষেত্রে কার্যকর হবে না।
কোনও ছাত্র-ছাত্রী কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রাধীন বা পরিচালিত কলেজে ভর্তি হতে চায়, তাহলে তাঁকে প্রবেশিকা পরীক্ষায় বসতে হবে কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট (সিইউইটি)।
দা কাশ্মীর ফাইল প্রদর্শনে ১ মাস ব্যাপী ১৪৪ ধারা জারি হল কোটায়
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানএম জগদেশ কুমার এই নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছেন। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, উচ্চমাধ্যমিকের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে আগামী দিনে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বা পরিচালিত কলেজে ভর্তি হওয়া যাবে না।
প্রবেশিকা পরীক্ষায় বসতে গেলে উচ্চমাধ্যমিকের প্রাপ্ত নম্বর যোগ্যতামান হতে পারে।তাঁর কাছে জানতে চাওয়া হয়, নতুন নিয়মে আসন সংরক্ষণ তুলে দেওয়া হবে কি না। জবাবে বিশ্ব বিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান জানান, সংরক্ষণের যা নিয়ম আগেও ছিল, আগামীদিনে তাই থাকবে। কিন্তু সংরক্ষিত আসনে ভর্তি হতে গেলেও প্রবেশিকা পরীক্ষায় বসা বাধ্যতামূলক।
পার্বতী খাল সংস্কারের দাবিতে আন্দোলন
এম জগদেশ কুমার জানান, 'নতুন নিয়মে পার্থক্য শুধু একটাই। সংরক্ষিত আসনে ভর্তি হতে গেলেও প্রবেশিকা পরীক্ষায় বসতে হবে। যেভাবে সাধারণ ছাত্র-ছাত্রীদের বসতে হয়।'
এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে আবেদন করা যাবে। উল্লেখ করা যেতে পারে, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে দিল্লি বিশ্ববিদ্যালয়, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়, জামিয়া-মিলিয়া বিশ্ববিদ্যালয়, ইন্দিরা গান্ধি মুক্ত বিশ্ববিদ্যালয়, আলিগড় বিশ্ববিদ্যালয়।