প্রতিনিধি : বাজিতপুর এমএসকে স্কুলের দুই শিক্ষকদের মধ্যে ঘটনাস্থলে ঝামেলার সৃষ্টি হয়। আর তারপরেই দুই শিক্ষকের মধ্যে হাতাহাতিতে রক্তাক্ত অবস্থায় পরিণত হল শিক্ষাঙ্গন।
মুখ্যমন্ত্রীকে অসন্মানের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলে বনগাঁর তৃণমূল কর্মীরা
সূত্রের খবর, দেগঙ্গার বাজিতপুর এমএসকে স্কুলের দুই শিক্ষকের মধ্যে টাকা-পয়সা লেনদেনের জেরে বচসা বাধে। সেই বচসা চলে দীর্ঘক্ষন ধরে। বচসা হাতাহাতিতে পরিণত হয়ে যাবে বলেই কেউ বুঝতে পারেনি। দুই শিক্ষকের মধ্যে মারধরের রক্তাক্ত অবস্থায় পরিণত হয় এমএসকে স্কুল চত্বর।
ভয়াবহ বিস্ফোরণে কাঁপলো বিহার; মৃত ৭, জখম ৯
মূলত প্রধান শিক্ষকের সঙ্গে অন্য একজন শিক্ষকের ঝামেলায় রক্তাক্ত হয়ে ওঠে দেগঙ্গার বাজিতপুর এমএসকে স্কুল। স্থানীয় বাসিন্দারা জানান প্রধান শিক্ষকের মারে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন অপর একজন শিক্ষক। তাকে বারাসাত হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা প্রধান শিক্ষককে আটকে রেখে পুলিশের হাতে তুলে দেয়। ঘটনাটি কেন ঘটেছে তা বিস্তারিত রূপে খতিয়ে দেখবেন বলে জানান পুলিশ।