উত্তর প্রদেশে বড় পরিবর্তন, বিপুল ভোটে ফিরছে বিজেপি; গোয়ায় পাঁচটি আসনে এগিয়ে তৃণমূল

Big-change-in-Uttar-Pradesh-BJP-returning-with-huge-votes-TMC-is-leading-in-five-seats-in-Goa


প্রতিনিধি : আজ, ১০ মার্চ প্রকাশ পেতে চলেছে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল। করোনাবিধি মেনেই চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকেই উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, পঞ্জাব, গোয়া ও মণিপুরে  বিধানসভা নির্বাচন হয়। উত্তরাখণ্ড, গোয়া ও পঞ্জাবে এক দফাতেই ভোটগ্রহণ হলেও, মণিপুরে দুই দফা ও উত্তর প্রদেশে সাত দফায় ভোটগ্রহণ হয়েছে।

কে হবেন বনগাঁর পৌরপ্রধান ? বোর্ড গঠনে কী নতুন নীতি চলেছেন তৃণমূল সুপ্রিমো?

গত ৭ মার্চই উত্তর প্রদেশে শেষ দফার ভোটগ্রহণ হয়। আজ পাঁচ রাজ্যের সমস্ত রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের ভাগ্য পরীক্ষা হবে, একইসঙ্গে আগামী পাঁচ বছর রাজ্যের শাসনভার কার হাতে থাকবে, তাও স্থির হয়ে যাবে এই ফলাফলের মাধ্যমেই। জাতীয় নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, আজ সকাল ৮টা থেকেই ভোটগণনা শুরু হয়েছে।

গাইঘাটায় বাচ্চা চুরি করে বিক্রির অভিযোগে ধৃত নাবালিকা

গোয়ায় বিজেপি এগিয়ে ২০টি আসনে, কংগ্রেস এগিয়ে ১২টি আসনে। তৃণমুল এগিয়ে ৫ টি আসনে। উত্তরাখণ্ডে বিজেপি এগিয়ে ৪৬টি আসনে, কংগ্রেস এগিয়ে ২০টি আসনে।

প্রাথমিক গণনায় দেখা গিয়েছে,পাঞ্জাবে আপ এগিয়ে ৮৫টি আসনে, কংগ্রেস এগিয়ে ১৮টি আসনে। প্রত্যাশামত উত্তরপ্রদেশ দখল করতে চলেছে বিজেপি।

Post a Comment

Previous Post Next Post