প্রতিনিধি : ২০১৮ সালে সেপ্টেম্বর মাসে এমবিপিএস ডাক্তারি পড়তে যান ইউক্রেনের ভিনীতসিয়াতে সোদপুর শ্যামা শ্রীপল্লির বাসিন্দা বছর একুশের সুন্দর চক্রবর্তী। বর্তমানে ইউক্রেন ও রাশিয়া যুদ্ধের পরিস্থিতিতে ইউক্রেনের হাঙ্গেরিতে আটকে রয়েছেন সুন্দর চক্রবর্তী।
বনগাঁ পেট্রাপোল সীমান্তে বন্ধ আমদানি-রপ্তানি বাণিজ্য
রুশ-ইউক্রেন যুদ্ধের ঘোষণার পরই ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের নিয়ে উদ্ধেগ প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার। কীভাবে ইউক্রেন থেকে আটকে পড়া ভারতীয় বিশেষত ছাত্রদের উদ্ধার করে দেশে ফেরানো যায় তারই পথ খুঁজছে বিদেশ মন্ত্রক। অধিকাংশ আটকে পড়া ডাক্তারি পড়ুয়াদের মধ্যে বাংলারও বহু মেডিকেল ছাত্রছাত্রী রয়েছে। প্রবল উদ্বেগ, উৎকণ্ঠা, দুশ্চিন্তায় রয়েছে তাঁদের পরিবার।
বিদেশে পড়তে গিয়ে ছেলের আটকে পড়ার চিন্তায় ঘুম উড়েছে সুন্দর চক্রবর্তীর মায়ের। তিনি বলেন,"ছেলে যতক্ষণ না বাড়িতে ফিরছে ততক্ষণ চিন্তা থেকেই যাচ্ছে। শেষবার কাল সন্ধায় কথা হয়েছিল। এখন সে হাঙ্গেরিতে রয়েছে। ভারত সরকারের সাথে কথাবার্তা চলছে খুব শীঘ্রই বাড়ি ফিরে আসবে ছেলে বলে আশা করছি।"
যুদ্ধবিরতির ঘোষণা করল রাশিয়া, বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার পদক্ষেপ নেওয়া হচ্ছে
সুন্দর চক্রবর্তীর বাবা কাজল চক্রবর্তী বলেন, ছেলে চার বছরের কোর্স চলছে আরো দুবছর বাকি ছিল। এই পরিস্থিতিতে ভারত সরকার সকল ছাত্র-ছাত্রীদের সাহায্যের হাত বাড়ালে অনেকটাই উপকৃত হব।