প্রতিনিধি : মুক্তি পাওয়ার কিছু দিনের মধ্যেই ব্যাপক সারা মিলছে অনুপম খের ও মিঠুন চক্রবর্তী অভিনীত কাশ্মীর ফাইলস সিনেমা। শুরুতেই বক্স অফিস কাপাচ্ছে দ্য কাশ্মীর ফাইলস। তবে এই ছবি ঘিরে আটোসাটো নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ।
৯০ দশকে কাশ্মীরী পণ্ডিতদের নিয়ে তৈরী এই সিনেমা ১১ মার্চ মুক্তি পায়। এমনকি গত মঙ্গলবারই এই সিনেমার প্রশংসা করেছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিহাসের পাতায় কাশ্মীরের গুরুত্ব বুঝতে তিনি সকলকে অনুরোধ করেছেন এই সিনেমা দেখার জন্য। প্রধানমন্ত্রীর সেই পরামর্শকেই অক্ষরে অক্ষরে পালনের জন্য এবার নতুন উদ্যোগ নিল অসম সরকার।
মঙ্গলবারই অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেন যে, কাশ্মীর ফাইলস সিনেমাটি দেখার জন্য সরকারি কর্মচারীরা অর্ধেক দিনের ছুটি নিতে পারেন। এদিন তিনি আরও বলেন, “আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে আমাদের সরকারি কর্মীরা অর্ধেক দিনের বিশেষ ছুটি পাবেন দ্য কাশ্মীর ফাইলস দেখার জন্য। এই ছুটি পাওয়ার জন্য আপনাদের কেবল উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে হবে এবং পরেরদিন প্রমাণ স্বরূপ সিনেমার টিকিট জমা দিতে হবে।”
অসম সরকারের তরফে অর্ধেক ছুটির ঘোষণা করা হয়েছে, তেমনই গুজরাট, মধ্য প্রদেশ, উত্তরাখণ্ড, হরিয়ানা, কর্নাটক, ত্রিপুরা ও গোয়ায় দ্য কাশ্মীর ফাইলসকে করমুক্ত ঘোষণা করা হয়েছে।