রিয়া গিরি : করোনা মহামারী শুরু হওয়ার পর থেকে শিথিল হয়ে পড়া আন্তর্জাতিক বিমান পরিষেবা এবার আগের ছন্দে ফিরতে চলেছে। লকডাউন এর জেরে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান পরিষেবা একদম বন্ধ থাকার পর অভ্যন্তরীণ বিমান পরিষেবা চালু হয়ে গেলেও প্রায় দু বছরের মতো বন্ধ ছিল আন্তর্জাতিক বিমান পরিষেবা। এবার কয়েকটি বিধিনিষেধ মেনে চালু হতে চলেছে আন্তর্জাতিক বিমান পরিষেবা ।
ফের চিনে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমন, বন্ধ হয়ে গেলো বাজার!
করোণা আতঙ্ক কাটিয়ে প্রায় দু'বছর পর রবিবার থেকে চালু হল নিয়মিত আন্তর্জাতিক বিমান পরিষেবা। বেশ কয়েকটি নিয়ম কানুন ও কড়া নিরাপত্তা জারি করে চালু হবে আন্তর্জাতিক বিমান পরিষেবা। অসামরিক বিমান মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে -
বিমানকর্মীদের পিপিই পরা আর বাধ্যতামূলক নয়।
বিমানে ওঠার আগে প্রয়োজনমতো যাত্রীদের সম্পূর্ণ চেকআপ করা হবে।
তিনটি আসন ফাঁকা রেখে বসার নিয়মটি তুলে দেওয়া হচ্ছে।
বিমান যাত্রীদের জন্য n95 মাস্ক, স্যানিটাইজার বাধ্যতামূলক।
বিধানসভায় ধুদ্ধুমার; বিজেপি- তৃণমূল বিধায়কদের মধ্যে হাতাহাতি, সাসপেন্ড বিজেপির ৫ বিধায়ক
যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে বেশ কয়েকটি দেশের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি ও করা হয়েছে। এই চুক্তি টির নাম 'এয়ার বাবল চুক্তি'। যার দরুন ৪৫ টি দেশের সঙ্গে এয়ার বাবল চুক্তিতে আবদ্ধ হয়েছে ভারত। মাঝে আন্তর্জাতিক উড়ান পরিষেবা চালু হলেও ওমিক্রণ এর দাপটে তা পুরোপুরি ভাবে বন্ধ হয়ে যাওয়ার ঘোষণা করেছিল কেন্দ্র।
বেআইনি মদ গাজা বিক্রির প্রতিবাদ করায় আক্রান্ত মহিলা
কর্মসূত্রে, পড়াশুনার ক্ষেত্রে কিংবা নিজস্ব কারণে এবার খুব সহজভাবেই আন্তর্জাতিক বিমান পরিষেবার মাধ্যমে ভারতীয়রা পৌঁছে যেতে পারেন বিদেশে। তার জন্য শুধুমাত্র মেনে চলতে হবে অসামরিক বিমান মন্ত্রক এর জারি করা গাইডলাইন গুলি।