প্রতিনিধি : বেআইনি কয়লা পাচার কাণ্ডে তৃণমূল কংগ্রেস সাংসদ এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক ব্যানার্জি এবং তাঁর স্ত্রী রুজিরা ব্যানার্জী সোমবার আর্থিক দুর্নীতি মামলার তদন্তে ফের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হবেন।
স্কুল পড়ুয়াদের নীল সাদা পোশাকে থাকবে বিশ্ব বাংলা লোগো? রাজ্যের বিজ্ঞপ্তিতে শোরগোল রাজনৈতিকমহল
সোমবার নয়াদিল্লিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাজিরা দেওয়ার কথা। ওই একই মামলায় অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কেও জেরার জন্য নোটিস ধরিয়েছে ইডি।
তাঁকেও দিল্লিতে ইডি দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। কিন্তু ইডি-র ওই নোটিসকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছেন রুজিরা। ইডির এক্তিয়ার নিয়ে চ্যালেঞ্জ করে এর আগে দিল্লি হাইকোর্টে আবেদন করেছিলেন অভিষেক। কিন্তু দিল্লি হাইকোর্ট সেই আবেদন খারিজ করে দিয়েছে।
টাকি রোড সংস্কারের দাবিতে সড়ক পথ জুড়ে চলল অবরোধ
অভিষেকের বক্তব্য, কলকাতায় ইডির অফিস আছে। সেখানে আমাদের যতবার ইচ্ছে ডাকুক। দিল্লিতে বারবার ডেকে আমাদের হেনস্থা করা হচ্ছে। তাঁদের বিরোধিতাকে চ্যালেঞ্জ করেন ইডি পক্ষের আইনজীবী সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি আদালতকে বলেন, ইডি পিএমএলএর অধীনে কোনও অঞ্চলে সীমাবদ্ধ নয়।