প্রতিনিধি ঃ ইউক্রেন থেকে আজ ৩৭২৬ ভারতীয় ফেরানো হচ্ছে দেশে। ফেরাতে অপারেশন গঙ্গা শুরু করেছে দিল্লি। অপারেশন গঙ্গার অধীনে বৃহস্পতিবার যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে আজ ৩৭২৬ জন ভারতীয়কে দেশে ফেরানো হচ্ছে। এমনই জানালেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।
আরও পড়ুন-- উত্তরপ্রদেশের ষষ্ঠ দফায় ভোট, নাগরিকদের উদ্দেশ্যে উৎসাহ প্রধানমন্ত্রীর
Under Operation Ganga, 3726 Indians will be brought back home today on 8 flights from Bucharest, 2 flights from Suceava, 1 flight from Kosice, 5 flights from Budapest and 3 flights from Rzeszow: Union Civil Aviation Minister Jyotiraditya M. Scindia
— ANI (@ANI) March 3, 2022
(file pic) pic.twitter.com/hQ7ViqUxx8
কেন্দ্রীয় মন্ত্রী জানান, বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ একের পর এক বিমান ভারতীয়দের দেশে ফেরাবে। যারমধ্যে ৮টি বিমান ফিরবে বচারেস্ট থেকে। সুচেভা থেকে ২টি। কোসিচ থেকে ১টি। বুদাপেস্ট থেকে ৫টি এবং রেজো থেকে ৩টি বিমান দেশে ফিরবে ভারতীয়দের নিয়ে।
আরও পড়ুন-- ইউক্রেনে মানবিক সহায়তা ভারতের; দেশে অক্সিজেন সংকট, হতাশায় WHO
Today, IAF is operating three more flights to various locations in the neighborhood of #Ukraine to evacuate Indian citizens: Indian Air Force spokesperson pic.twitter.com/3uqi7uLO8G
— ANI (@ANI) March 3, 2022
বায়ুসেনার গ্লোবমাস্টার ইউক্রেন থেকে ভারতীয় পড়ুয়াদের ফরানোর কাজ শুরু করেছে। যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে যাতে আর একজন ভারতীয় নাগরিকও আটকে না থাকেন, তার জন্য আরও ৩টি বিমান পাঠানো হচ্ছে বায়ুসেনার (IAF )তরফে। এমনই জানালেন বায়ুসেনার মুখপাত্র।আজ সকালে ভারতীয় বায়ুসেনার C-17 এয়ারক্রাফটে পোল্যান্ড হয়ে গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে পৌঁছেছেন ২০৮ জন ভারতীয়।