ঈশিতা সাহা : ইউক্রেনের বিভিন্ন অংশে ইতিমধ্যে গোলাবর্ষণ শুরু করেছে রাশিয়ার সেনাবাহিনী। এখনও পর্যন্ত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন কমপক্ষে নয় জন।
ইউক্রেনের বিভিন্ন শহর লক্ষ্য করে একের পর এক গোলাবর্ষণ শুরু হয়েছে সকাল থেকে। রাশিয়া প্রেসিডেন্ট পুতিনের যুদ্ধ ঘোষণার পরেই রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনের বিভিন্ন শহর লক্ষ্য করে গোলাবর্ষণ শুরু করেছে। রাশিয়ার ক্রুজ মিশাইল কিয়েভে আঘাত হেনেছে বলে জানা গিয়েছে।
প্রভাব ফেলল যুদ্ধ! এক নিমেষে বিপুল পতন ভারতীয় শেয়ার বাজার সেনসেক্সে, ক্ষতির মুখে টাটা
ন্যাটোর সদস্য পোল্যান্ড এবং হাঙ্গেরির সঙ্গে ইউক্রেনের পশ্চিম সীমান্তের কাছাকাছি এই হামলা চলে। তবে রাশিয়ার সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে, অসামরিক নাগরিকদের ভয়ের কারণ নেই। রাশিয়া শুধুমাত্র সামরিক লক্ষ্যবস্তুর ওপরেই আঘাত হানছে।
! Ukraine's central military command reports Russia bombed several airports, including Kyiv Boryspil, Nikolaev, Kramatorsk, Kherson. Kharkiv military airport is burning. pic.twitter.com/IOrfGZgPL4
— Christo Grozev (@christogrozev) February 24, 2022
রাশিয়ার বিমান হানায় খারকিভের অ্যাপার্টমেন্ট ক্ষতিগ্রস্ত হওয়ার ছবি সংবাদ মাধ্যমে ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। তবে এই ঘটনায় হতাহতের সঠিক সংখ্যা এখনও পাওয়া যায়নি। ইউক্রেন জানিয়েছে রাশিয়া তাদের পূর্বের ২ টি গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে। ইউক্রেনের তরফ থেকে এই হামলার নিন্দা করা হয়েছে।
পাল্টা জবাব দিতে ইউক্রেনের সেনাবাহিনী দাবি করেছেন লুহানস্ক অঞ্চলে রাশিয়ার ৫ টি বিমান এবং একটি হেলিকপ্টারকে তারা আক্রমন করতে পেরেছে।
আটকে থাকা ভারতীয়দের জন্য হেল্পলাইন নম্বর চালু করছে ভারত
ইতিমধ্যে রাশিয়ার বিরূদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা জারির কথা জানিয়েছেন ইউরোপীয় কমিশন।রাশিয়া ইউক্রেনে হামলা শুরু পরেই মস্কোর স্টক মার্কেট প্রায় ২৯ শতাংশ পড়ে যায়। ভারতীয় সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাত্কারে ইউক্রেনের সাংসদ ভলোজিমির আরিয়েভ বলেছেন, ইউক্রেন রাশিয়ার আক্রমণের যথাযথ জবাব দেবে। এদিনে ইউক্রেনে ভারতীয় দূতাবাসের তরফে ভারতীয়দের শান্ত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।