ঈশিতা সাহা : পূর্ব ইউক্রেনে সেনা পাঠানোর নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল সোমবার তিনি এ নির্দেশ দেন। রয়টার্সের প্রতিবেদনে বার্তা থেকে এই তথ্য জানানো হয়।
সেনা পাঠানোর নির্দেশের কয়েক ঘণ্টা আগে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রিত দুই অঞ্চলকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেন পুতিন। এই অঞ্চল দুটি হলো দোনেৎস্ক ও লুহানস্ক।
ইউক্রেনের পূর্বাঞ্চলে কয়েক দিন ধরে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদী ও ইউক্রেনীয় সেনাদের মধ্যে তুমুল উত্তেজনা-সংঘাতের মধ্যে পুতিনের এ ঘোষণাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে গণ্য করা হচ্ছে। তিনি মূলত পশ্চিমা হুমকি উপেক্ষা করে এ পদক্ষেপ নিয়েছেন।
এদিন জাতির উদ্দেশ্যে টেলিভিশনে ভাষণ দেন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। তাঁর সরাসরি অভিযোগ, সোভিয়েত ইউনিয়ন পরবর্তী সময়ে রাশিয়ার প্রতি ইউক্রেনের মনোভাব বদলে গিয়েছে। শুধু তারা রাশিয়ার কাছ থেকে সুবিধা নিতে চান এবং এই নিয়ে তাদের কোনও সংকোচ নেই।
বিজেপি প্রার্থীদের ঝেটিয়ে বিদায় দেওয়ার নির্দেশ বনগাঁ জেলা সভাপতি আলো রানীর
এদিকে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে বিবাদ কমাতে ফ্রান্স এবং জার্মানি মধ্যস্থতা করছে। তবে তা কতটা ফলদায়ী হবে তা নিয়ে এখন আশঙ্কা তৈরি হয়েছে। কারণ এই সিদ্ধান্ত মেনে নেওয়া তাদের পক্ষে সহজ হবে না।