প্রতিনিধি ঃ ২০২২ সালের পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস পরীক্ষার বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত করা হল। । আগামী ৩ মার্চ (বৃহস্পতিবার) থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে। ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট wbpsc.gov.in -তে গিয়ে আবেদন করতে পারবেন।
আরও পড়ুন- এই সপ্তাহের (PDF) কাগজ দেখার জন্য এই লিংকে ক্লিক করুন...
বৃহস্পতিবার কমিশনের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রার্থীদের 'ONE TIME REGISTRATION'-এর আওতায় নথিভুক্ত করতে হবে। যারা ইতিমধ্যে সেই প্রক্রিয়ার মাধ্যমে নাম নথিভুক্ত বা এনরোলমেন্ট করে ফেলেছেন, তাঁদের আর নতুন করে 'ONE TIME REGISTRATION' করতে হবে না। তাঁরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট wbpsc.gov.in-তে গিয়ে আবেদনের সুযোগ পাবেন।
পরীক্ষার জন্য আবেদনের তারিখ সম্পর্কে নিচে উল্লেখ করা হল।
আবেদনের শুরু ও শেষ তারিখ: ৩ মার্চ, ২০২২ থেকে ২৪ মার্চ মধ্যরাত ১২ টা পর্যন্ত।
অফলাইনে ফি জমা দেওয়ার শেষ তারিখ: ২৫ মার্চ, ২০২২।