বুথ দখল করে ভোট লুট বনগাঁর ১৩ নম্বর ওয়ার্ডে, আক্রান্ত সাংবাদিক

Votes-were-looted-in-13th-ward-of-Bangaon


প্রতিনিধি : ভোটের নামে এক প্রকার প্রহসন চলল বনগাঁর ১৩ নম্বর ওয়ার্ডে। এই ওয়ার্ডের বনগাঁ হাইস্কুলের চারটি বুথ দখল নিল বহিরাগত দুষ্কৃতীরা। এমনই অভিযোগ করেন সিপিআইএম। 

১৩ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী দিশারী মুখার্জির অভিযোগ, 'সকালে থেকে ভোট শান্তিপূর্ণভাবে শুরু হলেও কিছুক্ষণ পর থেকেই বহিরাগত  আসতে শুরু করে ভোট কেন্দ্রে। দফায় দফায় দুষ্কৃতীড়া এসে বুথের সমস্ত দরজা বন্ধ করে ভয় দেখিয়ে পরপর ছাপ্পা ভোট দেয়। প্রথমে আমরা প্রতিবাদ করায় কিছুক্ষণ পর তারা সেখান থেকে বেরিয়ে যায়।'

তারপরেই বুথের বাইরে পুলিশের সামনে আক্রান্ত হন এক বিজেপি কর্মী।  ফের ভোট গ্রহণ পর্ব স্বাভাবিক হলেও কিছুক্ষন পর একদল বহিরাগত হাজির হয় বনগাঁ হাইস্কুলে। পুলিশের সামনেই এই ওয়ার্ডের বনগাঁ হাইস্কুলের চারটি বুথ দখল করে নেয় বহিরাগতরা। সাংবাদিকরা খবর করতে গেলে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয় তারাও। কেড়ে নেওয়া হয় ফোন, ক্যামেরা। 

সিপিএম প্রার্থীর অভিযোগ, এই ওয়ার্ডের একটি বুথে সিসি ক্যামেরা বন্ধ করে দেন প্রিসাইডিং অফিসার। ফলে বহিরাগতদের ছাপ্পা ভোট দিতে সুবিধা হয়। একসময় গোটা হাইস্কুল চত্বর বহিরাগতদের দখলে চলে যায়। পরিস্থিতি হাতের বাইরে হতেই প্রার্থী নিজেও সরে যান বুথ থেকে।

এদিনের পুলিশের আচরন দেখে হতবাক সকলে। তীব্র নিন্দা পুলিশ কর্মীদের। 

Post a Comment

Previous Post Next Post