সার্বভৌম সমাচার : এই মুহূর্তে বড় খবর, রাশিয়ার হামলা থামাতে মোদির সাহায্য চাইল ইউক্রেন। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর মোদির বন্ধুসুলভ সম্পর্কের ভিত্তিতেই ইউক্রেনের এই অনুমোদন বলে মনে করা হচ্ছে।
Update: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখে নিন..
বৃহস্পতিবার, ভারতে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ড. ইগর পোলিখা বলেন, 'আমি জানি না কতজন রাষ্ট্রনেতার কথা পুতিন শুনবেন। কিন্তু আমার মনে হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই বিষয়ে ধ্বনি তুললে বিষয়টি বিবেচনা করে দেখবেন পুতিন।' তিনি আরও বলেন, 'এক্ষেত্রে ইউক্রেন এবং রাশিয়া দুই দেশের প্রেসিডেন্টের সঙ্গেই আলোচনা চালাতে পারে ভারত। অতীতেও শান্তিরক্ষার কাজ করেছে ভারত। এই মুহূর্তে আমরা ভারতের সাহায্য চাইছি। আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে বিশ্বের প্রতি দায়িত্ব পালন করুক ভারত।'
প্রভাব ফেলল যুদ্ধ! এক নিমেষে বিপুল পতন ভারতীয় শেয়ার বাজার সেনসেক্সে, ক্ষতির মুখে টাটা
এদিকে ভারতের সাথে রাশিয়ার বন্ধুত্বের সম্পর্ক স্পর্শ কাতর। ভারত কোন মতেই সে সম্পর্কে নিযুক্তি করবে না। তাই আমেরিকা সুর চড়ালেও এখনও ইউক্রেন নিয়ে রাশিয়ার বিরুদ্ধে কোনও মন্তব্য করেনি ভারত। অন্যদিকে, বাণিজ্য-সহ একাধিক বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন ও ইউক্রেনের সঙ্গেও ভারতের সম্পর্ক অত্যন্ত ভাল। সেজন্যে সাহায্যের অনুমোদন নিয়ে ভবতে হবে ভারতকে।