ইউক্রেন- রাশিয়া যুদ্ধ নিরাপত্তায় রাষ্ট্রসঙ্ঘে ভোট! অনুপস্থিত ভারত সহ তিন দেশ

Ukraine-Russia-war-security-UN-vote-Three-countries-including-missing-India


প্রতিনিধি : ইউক্রেনে-রাশিয়ার আগ্রাসন নিয়ে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে  ভোটাভুটি। আমেরিকার  নেতৃত্বেই এই প্রস্তাব আনা হয়। কিন্তু ভোটদানে অনুপস্থিত থাকে ভারত। একইসঙ্গে ভোটদানের অনুপস্থিত ছিল রাশিয়া ও ভারতের প্রতিবেশী চিনও। অনুপস্থিত ছিল সংযুক্ত আরব আমীরসাহীও। 

আরও পড়ুন-- কংগ্রেস প্রার্থী মলয় আঢ্যকে মারধোরের অভিযোগ

রাষ্ট্রসংঘে আমেরিকার নেতৃত্বে আনা প্রস্তাবে স্থায়ী সদস্য হিসেবে রাশিয়া আগেই ভোট দেয়। যার ফলে প্রস্তাবটি পাশ হয়নি। অন্যদিকে ১১ টি দেশ এর পক্ষে ভোট দেয়। দেশগুলি হল, অস্ট্রেলিয়া, এস্তোনিয়া, ফিনল্যান্ড, জর্জিয়া, জার্মানি, ইতালি, লিচেনস্টাইন, নিথুয়ানিয়া, লুস্কেমবার্গ, নিউজিল্যান্ড, নরওয়ে, পোল্যান্ড। ভোটদানে উপস্থিতিছিল না ভারত। ভারতের তরফে বলা হয়েছে একমাত্র আলোচনার মাধ্যমেই বিরোধ মেটানো যেতে পারে।

আরও পড়ুন-- পড়াশোনা সূত্রে ইউক্রেনে আটকে একাধিক ভারতীয় ছাত্র; আশঙ্কায় পরিবার

ভারতের তরফে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে বলা হয়েছে, ইউক্রেনের বর্তমান পরিস্থিতির জেরে ভারত বিব্রত। হিংসা বন্ধ করার আহ্বান জানিয়ে সব ধরনের প্রচেষ্টা চালানোর আহ্বান জানানো হয়েছে ভারতের তরফে।পাশাপাশি ইউক্রেনে আটকে পড়া ছাত্রছাত্রীদের সরিয়ে নিয়ে আসাও অগ্রাধিকার বলেও জানানো হয়েছে ভারতের তরফে।

Post a Comment

Previous Post Next Post