প্রতিনিধি : আগামীকাল ভোট, তার আগেই উত্তপ্ত রাজ্যে একাধিক জেলা। রাজনৈতিক সন্ত্রাসের আতঙ্কে রয়েছেন এলাকাবাসীরা। এমনই আবহে আজ সকালে বনগাঁ শিমুলতলা অঞ্চল থেকে উদ্ধার হল বোমা সহ এক ব্যাক্তি। ফলে ভোটের আগেই আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীর মধ্যে।
ঘটনাটি ঘটেছে শনিবার সকালে বনগাঁ শিমুলতলা আয়রন গেট ক্লাবের মাঠ সংলগ্ন এলাকায়। সেখানে বোমা বাঁধতে গিয়ে তা ফেটে গিয়ে গুরুতর জখম হন ওই ব্যক্তি। পুলিশ সূত্রে খবর, আহত ব্যক্তির নাম বিদ্যুৎ নাগ।
আরও পড়ুন-- কংগ্রেস প্রার্থী মলয় আঢ্যকে মারধোরের অভিযোগ
বোম ফাটার আওয়াজে এলাকাবাসী বনগাঁ থানা পুলিশে খবর দেয়। তৎক্ষণাৎ তাকে বনগাঁ মহাকুমা হাসপাতালে স্থানান্তরিত করে পুলিশ।তারা জানান, ধৃত জখম ব্যক্তির বাড়ি ব্যারাকপুর মহকুমার ইচ্ছাপুরে। বোমা পাচার করে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা তদন্ত শুরু করেছে বনগাঁ থানা পুলিশ।
এদিকে রবিবার পুরভোট, তার আগে উত্তপ্ত ফের উত্তপ্ত মুর্শিদাবাদের ধুলিয়ান পুরসভার ১৬ নম্বর ওয়ার্ড।সেখানে তৃণমূল প্রার্থী রোশনিহারা বিবির স্বামী তথা ধুলিয়ান পুরসভার প্রাক্তন প্রশাসক মেহবুব আলমকে লক্ষ্য করে বোমা ছোঁড়া হয় বলে অভিযোগ।
আরও পড়ুন-- ইউক্রেন- রাশিয়া যুদ্ধ নিরাপত্তায় রাষ্ট্রসঙ্ঘে ভোট! অনুপস্থিত ভারত সহ তিন দেশ
জানা গিয়েছে, শুক্রবার রাত এগারোটা নাগাদ ওই ব্যক্তি বাড়ি ফিরছিলেন। সেই সময় হঠাত্ একদল দুষ্কৃতী এসে তাঁকে লক্ষ করে বোমা মারে বলে অভিযোগ। বোমার আঘাতে গুরুতর জখম হন মেহবুব। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত কাউকে আটক করতে পারেননি। সামশেরগঞ্জ থানার পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করেছে।