আজ চতুর্থ দফায় ভোট উত্তরপ্রদেশে, টুইটারে প্রধানমন্ত্রীর আহ্বান

 

Today-is-the-fourth-round-of-voting-in-Uttar-Pradesh-the-Prime-Minister-called-on-Twitter

ঈশিতা সাহা : আজ বুধবার উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের চতুর্থ দফায় ভোট অনুষ্ঠিত। সব মিলিয়ে মোট ৫৯ টি বিধানসভা কেন্দ্রে এই দফায় ভোট গ্রহণ চলবে। গণতন্ত্রকে আরও শক্তিশালী করার জন্য তাদের অবদান রাখার আহ্বান জানিয়ে ভোটারদের উদ্দেশ্যে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

টুইটারে প্রধানমন্ত্রী লিখছেন, "আজ উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের চতুর্থ দফার ভোট। আমি সমস্ত ভোটারদের অনুরোধ করছি যে তারা যেন তাদের মূল্যবান ভোট ব্যবহার করে গণতন্ত্রকে শক্তিশালী করতে তাদের অবদান রাখে।"

চাকরি: মাধ্যমিক পাস ও কম্পিউটার জানা থাকলেই পেতে পারেন সরকারি চাকরি, বেতন কত?

উত্তরপ্রদেশে ৭ টি দফায় চলবে ভোটগ্রহণ। আজকের ভোটগ্রহণ জেলাগুলি  হল পিলিভীট, লখিমপুর খেরি, সীতাপুর, হারদোই, উন্নাও, লখনউ, রায়বেরেলি, বান্দা এবং ফতেপুর। সকাল সাতটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলবে ভোটদান প্রক্রিয়া।

সকাল ১১টা পর্যন্ত উত্তরপ্রদেশে ভোট পড়েছিল ২২.৪১ শতাংশ। এদিকে লখনৌ উত্তর কেন্দ্রে বেশকিছু ভোটারের নাম তালিকায় মৃত বলে জানা গিয়েছে।

Post a Comment

Previous Post Next Post