ঈশিতা সাহা : করোনা মহামারির ধাক্কা সামলে উঠে আজ, ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু কলকাতা আন্তর্জাতিক বইমেলা। মহা আনন্দের সময় এটি। সল্টলেক করুণাময়ী সেন্ট্রাল পার্কে ৪৫তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার প্রাঙ্গণ সেজে উঠছে উদ্বোধনী অনুষ্ঠানের জন্য।
আরও পড়ুন-- পৌরভোটের প্রভাব! জেলায় জেলায় অবরোধ বিজেপি সমর্থকদের
এবারের বইমেলায় মুখ্যমন্ত্রীর লেখা নতুন ১০টি বই প্রকাশ পাবে। করোনার দাপাদাপিতে মাঝের একটা বছর পাঠকরা একটু বঞ্চিত হলেও ফের নিজের লেখনীর মাধ্যমে বাংলার মানুষ ফের যোগাযোগ গড়বেন রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে, লেখিকা মমতা বন্দ্যোপাধ্যায়ও।
সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী কে এম খালিদ। বাংলার বিশিষ্ট সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায় বাংলাদেশের বিশিষ্ট সাহিত্যিক সেলিনা হোসেন। এছাড়াও উপস্থিত থাকবেন রাজ্য সরকারের একাধিক মন্ত্রী এবং কবি, সাহিত্যিক ও বিশিষ্টজনেরা।
আরও পড়ুন-- ভোটের নামে প্রহসন, একাধিক বুথে ছাপ্পা ভোটের অভিযোগ; নিগৃহীত সংবাদ মাধ্যম। শূন্যে চলল দশ রাউণ্ড গুলি
জানা গিয়েছে, এবারের বইমেলায় অংশ নিচ্ছেন ওপার বাংলা তথা বাংলাদেশের ৪২ জন প্রকাশক। ৮৫টি বাংলাদেশি স্টল থাকছে। থাকবে ২০০টি লিটল ম্যাগাজিনের স্টল। মেলার মোট স্টলের সংখ্যা হচ্ছে ৬০০। শুধু বাংলাদেশই নয়, ব্রিটেন, আমেরিকা, রাশিয়া, ইতালি, ইরান, স্পেন, আর্জেন্টিনা, মেক্সিকো এবং আরও বেশ কয়েকটি লাতিন আমেরিকান দেশের প্রকাশকরাও অংশ নিচ্ছেন।