তরুণীকে গণধর্ষণ করার জন্য উস্কানি দিলেন খোদ মহিলারাই, নির্যাতিতা তরুণীর পাশে কেজরিওয়াল

The-women-themselves-incited-the-girl-to-gang-rape


নির্মল বসু, নয়াদিল্লি : রাজধানী দিল্লির কস্তুরবা নগর এলাকায় বছর কুড়ির এক তরুণীকে গণধর্ষণ করার জন্য উস্কানি দিয়েছে খোদ মহিলারাই শুধু তাই নয়, গণধর্ষণের পর তাকে বেধড়ক মারধর করে, চুল কেটে, মুখে কালি লাগিয়ে, জুতোর মালা পরিয়ে সেই তরুণীকে রাস্তায় ঘোরাল অভিযুক্ত মহিলারাই এই ঘটনার ভিডিও ভাইরাল হওয়াতে শোরগোল পড়ে গিয়েছে গোটা দেশজুড়ে

এই ঘটনার চার মহিলা-সহ জনকে গ্রেফতার করা হয়েছে মোট ১১ জনের বিরুদ্ধে অভিযোগ ওঠে এরপর দিল্লি মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল কুড়ি বছরের ওই তরুণীর সঙ্গে দেখা করেন তারপর টুইট করে ঘটনার সত্যতা তুলে ধরেন নির্যাতিতা-সহ তাঁর পরিবারের নিরাপত্তা দেওয়ার দাবিও জানান তিনি

বাংলাদেশকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে ভারত

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এই ঘটনাকে অত্যন্ত নিন্দনীয় বলে টুইট করেন তিনি লেখেন, ‘অত্যন্ত লজ্জাজনক ঘটনা অপরাধীরা এত সাহস পেল কোথা থেকে? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং লেফটেন্যাটন্ট গভর্নর অনিল বাইজলকে আর্জি জানাচ্ছি যাতে পুলিশকে এবিষয়ে কঠোর পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয় দিল্লিবাসী ধরনের ঘৃণ্য কাজ এবং অপরাধকে কখনওই বরদাস্ত করবে না'

এরপর আজ এই বিষয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল টুইট করে জানান, এই মেয়েকে সাহায্য করার জন্য আমি ₹10 লক্ষ টাকা দেওয়ার অর্ডার দিয়েছি দিল্লি সরকার এই মেয়ের বিচার পাওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করবে আমরা তার জন্য একজন ভালো আইনজীবী নিয়োগ করছি আমরাও বিষয়টি দ্রুত ট্র্যাক করব যাতে মেয়ে যত তাড়াতাড়ি সম্ভব বিচার পায়

সরস্বতী পুজোর আগেই খুলছে স্কুল - কলেজ, জানালেন মুখ্যমন্ত্রী

দিল্লি পুলিশের এক আধিকারিক জানান, এটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা যে ব্যক্তিগত শত্রুতার জেরে এক জন মহিলাকে এভাবে অত্যাচার করা হয়েছে তাঁকে যৌন হেনস্থার শিকার হতে হয়েছে কমিশনের প্রধান জানান, কস্তুরবা নগরের বেআইনি মদ মাদক বিক্রেতা তিনজন ওই তরুণীকে অপহরণ করে গণধর্ষণ করে ঘটনাস্থলে উপস্থিত মহিলারা এই ঘটনাকে সমর্থন করে এর পরে তারাই তরুণীকে নিয়ে পাড়া ঘোরায় তাঁর শেয়ার করা এই ভিডিও ছড়িয়ে পড়তেই নজরে আসে পুলিশ প্রশাসনের

Post a Comment

Previous Post Next Post