আগামীকাল সুপ্রিম কোর্টে পেগাসাস মামলার রিপোর্ট পেশ, উত্তপ্ত রাজনৈতিক মহল

The-report-of-the-Pegasus-case-will-be-submitted-to-the-Supreme-Court-tomorrow-heated-political-circles


প্রতিনিধি : আগামীকাল সুপ্রিম কোর্টের পেশ হতে চলেছে পেগাসাস মামলার রিপোর্ট। গত এক বছর ধরে ফোনে আড়িপাতার অভিযোগে মামলা চলছে হাইকোর্টে। ইতিমধ্যে তার অন্তর্বর্তীকালীন রিপোর্ট পেশ হয়েছে। আগামীকাল তার শুনানি ফলে উত্তপ্ত রাজনৈতিক মহল।

জানেন কি আজকের দিনটির গুরত্ব! ২২-০২-২০২২ চলবে শুধু দুইয়ের খেলা...

ফোনে আড়িপাতা কাণ্ডে ২৭ শে অক্টোবর সুপ্রিম কোর্টে গঠিত হয়েছিল তিন সদস্যের টেকনিক্যাল কমিটি, যার নেতৃত্ব দিয়েছেন প্রাক্তন বিচারপতি আর ভি রবীন্দ্রন।তদন্ত কমিটির সামনে ১৩ জন হাজিরা দিয়েছেন। এক ডজনের বেশি মোবাইল ফোন ফরেনসিক পরীক্ষার জন্য জমা দিয়েছেন।

আগামী কাল বুধবার প্রধান বিচারপতি এন ভি রমানার বেঞ্চে পেগাসাস সংক্রান্ত ১২ টি মামলার শুনানি রয়েছে।জানা গিয়েছে আইনজীবী মনোহর লাল শর্মার দায়ের করা প্রধান মামলাটি বিশেষজ্ঞ কমিটির জমা দেওয়া অন্তর্বর্তী রিপোর্টের সঙ্গে শোনা হবে।

যুদ্ধের ডঙ্কা বাজতে পারে যখন তখন; পূর্ব ইউক্রেনে সেনা পাঠানোর নির্দেশ পুতিনের

সূত্রের খবর, প্রাক্তন বিচারপতি আর ভি রবীন্দ্রনের নেতৃত্বে বিশেষজ্ঞ কমিটি পেগাসাস তদন্তে আরও সময় চেয়েছে শীর্ষ আদালতের কাছে। তবে আগামী ১০ মার্চ থেকে শুরু হবে সংসদের বাজেট অধিবাশন। সুতরাং তার আগে মামলার শুনানি অনেকটাই প্রভাব ফেলবে রাজনৈতিক দলগুলি উপর।

Post a Comment

Previous Post Next Post