প্রথম টি-টোয়েন্টি ম্যাচেই খুলবে এই বিপজ্জনক খেলোয়াড়ের ভাগ্য, ওপেনিং-এ রোহিত শর্মার সঙ্গী হবেন!

The-fate-of-this-dangerous-player-will-open-in-the-first-T20-match-Rohit-Sharma-will-be-his-partner-in-the-opening


সৌম্যদ্বীপ মল্লিক, নয়াদিল্লি : আগামীকাল অর্থাৎ ১৬ ফেব্রুয়ারি কলকাতায় শুরু হচ্ছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে ১৬, ১৮ ও ২০ ফেব্রুয়ারি। এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ব্যবধানে হারিয়েছিল ভারত। এখন টি-টোয়েন্টি সিরিজেও ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ তে সাফ করতে চায় টিম ইন্ডিয়া।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে নামবেন এক মারাত্মক খেলোয়াড়। একটি বড় কৌশল খেলে, BCCI ঋতুরাজ গায়কওয়াড়কে রোহিত শর্মার নতুন ওপেনিং পার্টনার হিসেবে মাঠে নামবে। ঋতুরাজ গায়কওয়াড় ভারতের হয়ে টি-টোয়েন্টি সিরিজও নিজের হাতে জিততে পারেন। ঋতুরাজ গায়কওয়াড় ভালো ফর্মে আছেন।

BONGAON MUNICIPAL ELECTION : "মানুষ পৌর-পরিষেবা বাড়িতে বসেই পাবেন" বিজেপি প্রার্থী : দেবদাস মণ্ডল

টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ বিক্রম রাঠোর জানিয়েছেন, কেএল রাহুল আউট। এমতাবস্থায় আমাদের বিকল্প হিসেবে ঋতুরাজ গায়কওয়াড় আছে। ঋতুরাজ গায়কওয়াদ আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেন। ঋতুরাজ গায়কওয়াড় গত বছর আইপিএলে সর্বোচ্চ ৬৩৫ রান করেছিলেন এবং অরেঞ্জ ক্যাপ খেতাব জিতেছিলেন। এ সময় তিনি ১টি সেঞ্চুরি ও ৪টি হাফ সেঞ্চুরি করেন।

কাঁচরাপাড়ার ১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী দিলীপ ঘোষ জোরকদমে শুরু করলেন প্রচার

গত বছর বিজয় হাজারে টুর্নামেন্টে টানা ৪ ম্যাচে ৪টি সেঞ্চুরি করে ভালো ফর্মে থাকার ইঙ্গিত দিয়েছিলেন ঋতুরাজ গায়কওয়াড়। ঋতুরাজ গায়কওয়াড়ের এই ক্ষমতা দেখে আগামীকাল অর্থাৎ ১৬ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে মাঠে নামবেন তিনি।

১৬ ফেব্রুয়ারি: ১ম টি-টোয়েন্টি (কলকাতা)

১৮ ফেব্রুয়ারি: দ্বিতীয় টি-টোয়েন্টি (কলকাতা)

২০ ফেব্রুয়ারি: তৃতীয় টি-টোয়েন্টি (কলকাতা)

ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড : রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিশান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদব, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), ভেঙ্কটেশ আইয়ার, দীপক চাহার, শার্দুল ঠাকুর, রবি বিষ্ণোই, যুজবেন্দ্র চাহাল, মহম্মদ সিরাজ, ভুবনেশ্বর, ভুবনেশ্বর খান, হর্ষাল প্যাটেল, ঋতুরাজ গায়কওয়াড়, দীপক হুডা, কুলদীপ যাদব।

Post a Comment

Previous Post Next Post