ঈশিতা সাহা : বৃহস্পতিবার সকালে বাজার খুলতেই বড় ধাক্কা খেল সেনসেক্স, নিফটি। প্রভাব পড়েছে আন্তর্জাতিক তেলের বাজারেও। সবমিলিয়ে রাশিয়ার সেনা অভিযানের ঘোষণার পরই বিরাট ধাক্কা খেয়েছে বাজার।প্রি-ওপেনিংয়েই শেয়ারবাজারে পতন হয়েছে তিন শতাংশের বেশি। ICICI ব্যাঙ্কের শেয়ার খোলার সঙ্গে সঙ্গেই ৪ শতাংশ কমে গেছে। ক্ষতির মুখে পড়েছে টাটা স্টিল, টাটা মোটরস, ইউপিএল এবং ইন্ডাসিন্ড ব্যাংক।
Nifty at 16,647.00 currently, down by 413.35 points
— ANI (@ANI) February 24, 2022
ইউক্রেনে বিরুদ্ধে সামরিক অভিযানের ঘোষণা পুতিনের!
আজ সকালে বাজার খুলতেই চিন্তার ভাঁজ কপালে লগ্নিকারীদের। বাজারে অনিশ্চয়তা তৈরি হচ্ছে। ফলে বাজার থেকে টাকা তুলে নিতে চাইছেন লগ্নিকারীরা। যার দরুন সকালেই প্রায় দু'হাজার পয়েন্ট পড়ে সেনসেক্স ।প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার সময় পর্যন্ত ১৯২৩ পয়েন্ট পড়ে সেনসেক্স দাঁড়িয়েছে ৫৫ হাজার ৩০৮ পয়েন্টে। আর ৪১৬ পয়েন্ট পড়ে নিফটি দাঁড়ায় ১৬ হাজার ৬৪৬। সবমিলিয়ে শেয়ার বাজার পারদ পতন অব্যাহত। শুধু ভারত নয়, এশিয়ার প্রায় সমস্ত দেশের শেয়ার বাজারে প্রভাব পড়েছে যুদ্ধের। এদিকে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের প্রতি ব্যারেলের মূল্য ১০০ ডলার পার করল।
শতাধিক ঢাকঢোল পিটিয়ে বর্ণাঢ্য মিছিল নিয়ে ৭ নম্বর ওয়ার্ডে প্রচার করলেন বিজেপি প্রার্থী দেবদাস মন্ডল
টাটা মোটরস ৫.২৩ শতাংশ এবং টেক মাহিন্দ্রা ৪.৪৪ শতাংশ কমেছে। আদানি পোর্টস ৪.৩২ শতাংশ এবং JSW স্টিল ৪ শতাংশ কমেছে। IndusInd Bank ৩.৮৬ শতাংশ পতনের সঙ্গে লেনদেন করছে। সেক্টরাল ইনডেক্সের দিকে তাকালেও দেখা যাচ্ছে, সব শেয়ার দরপতন হয়েছে এবং রেড জোনে দেখা যাচ্ছে। মিডিয়া স্টকগুলিতে ৩.২৫ শতাংশের বিরাট পতন হয়েছে এবং নিফটি অটো সূচক ২.৫৯ শতাংশের শক্তিশালী পতনের সঙ্গে লেনদেন করছে। ধাতব সূচকও ২.৫ শতাংশ কমেছে। আইটি সূচক ২.৮০ শতাংশ কমে গেছে।