প্রতিনিধিঃ গতকাল রবিবার সকালে মুম্বাই হাসপাতালে প্রয়াত হলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পান্ডে। গতবছর জুলাই মাসে ফুসফুসে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মানিকতলা কেন্দ্রের তৃণমূল বিধায়ক সাধন পাণ্ডে। তারপর থেকেই আইসিসিইউতে ভেন্টিলেশনে ছিলেন।
গতকাল রাতের বিমানে ১১.৪৫ মিনিটে কলকাতা নিয়ে আসা হয় রাজ্যের ক্রেতাসুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডেরং নিথর দেহ। তপসিয়ার পিস ওয়ার্ল্ডে শায়িত রাখা হয় মন্ত্রীর দেহ। সোমবার সকাল সাড়ে ৮টা নাগাদ পিস ওয়ার্ল্ড থেকে তাঁর দেহ প্রথমে নিয়ে যাওয়া হয় কাঁকুড়গাছির বাসভবনে। তারপর সেখান থেকে আত্মীয় স্বজন ও অনুগামীরা তাঁকে শেষ শ্রদ্ধা জানাবেন। তারপর তাঁর দেহ নিয়ে যাওয়া হবে গোয়াবাগানের বাসভবনে। দুপুর ১২ টায় দেহ বিধানসভা ভবনে শ্রদ্ধা জানানোর জন্য রাখা হবে। এরপর শেষকৃত্যের জন্য সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে নিমতলা ঘাট শ্মশানে নিয়ে শেষকৃত্য করা হবে মন্ত্রীর দেহ।
বনগাঁর ৯ জন সহ উত্তর ২৪ পরগণা জেলার ৬১ জনকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস
সোমবার রাজ্যের সমস্ত সরকারি দফতর ও স্কুলগুলিকে অর্ধদিবস ছুটি ঘোষণা করা হয়েছে। অর্ধনমিত রাখা হবে দলীয় পতাকা। রবিবার সকালে সাধন পাণ্ডের মৃত্যুর খবর সামনে আসতেই ট্যুইট করে শোকজ্ঞাপন করেন রাজ্যপাল জগদীপ ধনখড় এবং শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দলের চাপে প্রার্থীপদ প্রত্যাহার করলেন গোবরডাঙ্গার প্রাক্তন চেয়ারম্যান সুভাষ দত্ত
বছর দশের আগে কিডনি প্রতিস্থাপন করতে হয়েছিল সাধন পাণ্ডের। তবে রাজনীতিতে তার কোনো প্রভাব ফেলতে দেননি তিনি। গত বিধানসভাতেও বিজেপি প্রার্থী কল্যাণ চৌবেকে উত্তর কলকাতা কেন্দ্র থেকে সাধন পাণ্ডে হারান ২০,২৩৮ ভোটে। এবারের ভোটে জেতার পর সাধন পাণ্ডেকে ক্রেতা সুরক্ষা দফতরের পাশাপাশি রাজ্যে স্বনির্ভর গোষ্ঠী এবং স্বনিযুক্তি দফতরেরও মন্ত্রী করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অবশেষে ৭১ বছর বয়সে ইহলোক ত্যাগ করেন রাজ্যের মন্ত্রী।তবে সাধন পাণ্ডের শেষকৃত্যে মুখ্যমন্ত্রী অংশ নেবেন কিনা, তা এখনো স্পষ্ট জানাননি তিনি। উল্লেখ্য, এর আগেও গভীর শোকাহত অবস্থার কারণে সুব্রত মুখোপাধ্যায় শেষ যাত্রাতেও তিনি অংশগ্রহণ করেননি।