পিছিয়ে গেল পেগাসাস মামলার শুনানি

The-Pegasus-case-hearing-was-postponed


ঈশিতা সাহা : আজ বুধবার পেগাসাস মামলার অন্তর্বর্তীকালীন রিপোর্ট পেশ করার কথা ছিল সুপ্রিম কোর্টে। কিন্তু তা পিছিয়ে গেল, এরপর শুক্রবারে মামলার শুনানি হবে বলে জানা গিয়েছে।

আলিপুরদুয়ার: মধ্যরাতে কলেজ হল্টমোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভস্মীভূত একাধিক দোকান

টেলিফোনে আড়িপাতা কাণ্ডে  গত বছরের ২৭ অক্টোবর বিশেষজ্ঞ কমিটি গড়েছিল শীর্ষ আদালত। তারপর শুক্রবারই প্রথম শুনানি হবে পেগাসাস মামলার। কেন্দ্রের সরকারের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতার অনুরোধে শুনানি পিছিয়েছে সুপ্রিম কোর্ট।

বিজেপি প্রার্থীদের ঝেটিয়ে বিদায় দেওয়ার নির্দেশ বনগাঁ জেলা সভাপতি আলো রানীর

শুক্রবার এই বিষয়ে ১২টি জনস্বার্থ আবেদন নথিভুক্ত করেছে সুপ্রিম কোর্ট। আবেদনকারীদের তালিকায় এডিটরস গিল্ড রয়েছে, নাম রয়েছে প্রবীণ সাংবাদিক এনরাম এবং শশী কুমারের। ভোট চলাকালীন পেগাসাস মামলার শুনানি কতটা ইতিবাচক এবং কতটা নেতিবাচক প্রভাব ফেলবে তাই নিয়েই রাজনৈতিক মহল সরগরম।

Post a Comment

Previous Post Next Post