Update: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখে নিন..

Take-a-look-at-the-important-news-of-the-Russia-Ukraine-war


সার্বভৌম সমাচার :

• ব্রিটেন, ইটালি তীব্র নিন্দা করল রুশ হামলার। জি-৭ গোষ্ঠীভুক্ত দেশগুলো বসছে বৈঠকে। বৃহস্পতিবার সকালে স্থানীয় সময় ৯টায় জি-৭-এর অন্তর্ভুক্ত দেশ ব্রিটেন, কানাডা, ফ্রান্স, ইটালি, জার্মানি, জাপানেরর রাষ্ট্রনেতাদের সঙ্গে আলোচনায় বসবেন বাইডেন।

• ইউক্রেন দাবি করল, তারা রাশিয়ার পাঁচটি যুদ্ধবিমান এবং হেলিকপ্টার ধ্বংস করেছে। ইউক্রেনের সমস্ত বিমান ঘাঁটি ধ্বংস করেছে বলে দাবি করল রাশিয়া। তিন দিক থেকে ঘিরে তারা হামলা চালাচ্ছে ইউক্রেনে। ছুনছে ক্ষেপণাস্ত্র।

• কিয়েভের আকাশে যুদ্ধবিমান। শোনা যাচ্ছে সাইরেন। শুধু রাশিয়া নয়, প্রতিবেশী দেশ বেলারুস থেকেও হামলা চালানো হচ্ছে ইউক্রেনে। রাশিয়ার বন্ধু হল এই বেলারুস। সেখানে অনেক দিন ধরে মোতায়েন রুশ বাহিনী।

• রুশ হামলা নিয়ে জরুরীকালীন বৈঠকে বসলেন ন্যাটোর দূতরা। ইউক্রেনের প্রেসিডেন্ট জানালেন, রাশিয়া তাদের সেনাঘাঁটি, সেনার সরঞ্জাম লক্ষ্য করে ক্ষেপনাস্ত্র ছুড়ছে। ধ্বংস হচ্ছে সব। তবে নাগরিকদের আতঙ্কিত হতে বারণ করলেন।

কালো ধোঁয়ায় আচ্ছন্ন দেশ, রাশিয়ায় গোলাবর্ষণে নিহিত ৭ নাগরিক, আহত ৯; পাল্টা আক্রমণ ইউক্রেনের

• ইউক্রেন লাগোয়া দক্ষিণ রাশিয়া থেকে সমস্ত বিমান চলাচল বন্ধ হল। ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

• ইউক্রেনে আটক ভারতীয়দের উদ্ধার করতে যাচ্ছিল এয়ার ইন্ডিয়ার বিমান। মাঝপথ থেকেই ফিরে এল। ইউক্রেনের প্রতিনিধি রাষ্ট্রসঙ্ঘকে অনুরোধ জানালেন রাশিয়াকে বলে যুদ্ধ থামানোর জন্য।

• ইউক্রেনের বিদেশমন্ত্রী দিমিত্রো কুলেবা বললেন, তাঁরা চুপ থাকবেন না। আত্মরক্ষা করে যোগ্য জবাব দেবেন।

• ন্যাটো প্রধান জেনস স্টোলটেনবার্গ রাশিয়ার পদক্ষেপের তীব্র নিন্দা করলেন। বললেন, প্ররোচনা ছাড়াই এসব করছেন পুতিন।

• বৃহস্পতিবার সকালে ইউক্রেনের কিয়েভ, খারকোভ, ওডেসায় একের পর এক বিস্ফোরণের ছবি সামনে এসেছে। ভিডিও চোখে পড়েছে। এই সব বিস্ফোরণ ঠিক কোথায় হয়েছে, সেখানে জনবসতি রয়েছে, নাকি ফাঁকা তা এখনও জানা যায়নি।

প্রভাব ফেলল যুদ্ধ! এক নিমেষে বিপুল পতন ভারতীয় শেয়ার বাজার সেনসেক্সে, ক্ষতির মুখে টাটা

তবে বিভিন্ন সংবাদ সংস্থার ক্যামেরায় বিস্ফোরণের যে ছবি এবং ভিডিও ধরা পড়েছে, তা বিশ্লেষণ করে কোন কোন শহরের কাছে বিস্ফোরণ হয়েছে, তা অনুমান করা গিয়েছে। এই সব বিস্ফোরণে কেউ নিহত বা জখম হয়েছেন কি না তাও জানা যায়নি। ইউক্রেনের সরকারের তরফেও এ বিষয়ে কিছু জানা যায়নি।

• ইউক্রেনের বন্দর শহর ওডেসায় বিস্ফোরণের শব্দ। আকাশসীমা বন্ধ করল ইউক্রেন। কিয়েভেও বিস্ফোরণের শব্দ।

• ভারত বলেছে, এখনই ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে বিরোধ না মেটানো হলে গোটা দুনিয়া বিপাকে পড়বে। বিশেষত ওই এলাকায়। রাষ্ট্রসঙ্ঘে ভারতের স্থায়ী প্রতিনিধি টিএস তিরুমূর্তি উদ্বেগ প্রকাশ করেছেন। বলেছে, ওই অংশের নিরাপত্তা, শান্তি বিঘ্নিত হবে।

• ঘটনার তীব্র নিন্দা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বলেছেন, মিত্রশক্তির হাত ধরে রাশিয়াকে উচিত শিক্ষা দেবে আমেরিকা।

রাশিয়ায় গোলাবর্ষণে নিহিত ৭ নাগরিক, আহত ৯; পাল্টা আক্রমণ ইউক্রেনের জবাবে লুহানস্ক অঞ্চলে রাশিয়ার ৫ টি বিমান এবং একটি হেলিকপ্টারকে আক্রমন করেছে।

পরবর্তী আপডেট পেতে নজর রাখুন আমদের পেজে.....

Post a Comment

Previous Post Next Post