নির্বাচনে ভোট লুট করার জন্য তৎপর হবে তৃণমূল : দেবজিৎ সরকার

TMC-will-be-active-in-looting-votes-in-the-election-Debjit-Sarkar


প্রতিনিধি : আগামী ২৭ শে ফেব্রুয়ারি পৌর নির্বাচনকে সামনে রেখে বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির সাংগঠনিক কর্তাদের নিয়ে বিজেপির জেলা পার্টি অফিসে বুধবার বৈঠক করেন রাজ্য বিজেপি সাংগঠনিক সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী। বনগাঁর ৫ টি পৌরসভা নির্বাচনের নিরিখে আজকের এই বৈঠকে উপস্থিত ছিলেন বনগাঁর জেলা সভাপতি, অবজারভার ও তিনজন বিধায়ক এবং অন্যান্য প্রার্থীরা।

আজ চতুর্থ দফায় ভোট উত্তরপ্রদেশে, টুইটারে প্রধানমন্ত্রীর আহ্বান

পৌরভোটে বিভিন্ন জায়গায় বিজেপির বিরুদ্ধে অভিযোগের প্রশ্নে ভারতীয় জনতা পার্টির রাজ্য মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, "নির্বাচনে যদি কেন্দ্রীয় বাহিনী থাকে তাহলে তার শান্তিপূর্ণতা আমরা সবাই দেখেছি সংসদ নির্বাচনে এবং বিধায়কদের নির্বাচনে। বিগত দুটো পৌর নির্বাচনে আমরা দেখেছি রাজ্য সরকার তথা কমিশন দ্বারা নিয়োজিত রাজ্য পুলিশের কর্মকান্ড। এবারের নির্বাচনেও তৃণমূল ভোট লুট করার জন্য তৎপর হবে।"

চাকরি: মাধ্যমিক পাস ও কম্পিউটার জানা থাকলেই পেতে পারেন সরকারি চাকরি, বেতন কত?

ভোট লুট করার প্রশ্নে আসানসোল ও বিধান নগরের নির্বাচনে ভোট লুট এ জন্য বোমা বর্ষণ, গুলি চালানো ঘটনার কথা উল্লেখ্য করেন তিনি। এই দিনের বৈঠকে উপস্থিত ছিলেন না জেলার প্রাক্তন সভাপতি মনস্পতি দেব ও কেন্দ্রীয় মন্ত্রীর শান্তনু ঠাকুরকে।

বৈঠক শেষে সাংবাদিক সম্মেলন করে রাজ্য বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার জানান, শান্তনু ঠাকুর উত্তরপ্রদেশে নির্বাচন নিয়ে ব্যস্ত আছেন। সেই কারণে আজকের এই সভায় তিনি উপস্থিত থাকতে পারেননি। মনস্পতি দেবের সাথে তাঁর কথা হয়েছে, পারিবারিক সমস্যার কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি।

Post a Comment

Previous Post Next Post