প্রতিনিধি : দলের নির্দেশ না মানায় রবিবার উত্তর ২৪ পরগনা
জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে পৌর নির্বাচনের যে সমস্ত
প্রার্থীরা টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হয়ে লড়ছেন তেমন ৬১ জন প্রার্থীকে দল
থেকে বহিষ্কার করবার কথা ঘোষণা করা হল। এই তালিকায় রয়েছেন বনগাঁ পৌর এলাকার ৯ নির্দল প্রার্থী।
দলের চাপে প্রার্থীপদ প্রত্যাহার করলেন গোবরডাঙ্গার প্রাক্তন চেয়ারম্যান সুভাষ দত্ত
এই বিষয়ে ১৪
নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী কবিতা বালা বলেন, “দল আমাকে প্রার্থী করবে বলেছিল,
কিন্তু পরবর্তীতে করেনি। বাইরের একজন প্রার্থীকে নিয়ে এসে প্রার্থী করা হয়েছে।
মানুষের চাহিদা মতন আমি প্রার্থী হয়েছি আমি ভোটের লড়াই লড়বো”। এদিন সাংবাদিকদের
সামনে কবিতা বালা বলেন, আমি জিতে দিদিকে উপহার দেবো।
অন্যদিকে দল থেকে
বহিষ্কার করার পরে বনগাঁ পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেসের
নির্দল প্রার্থী সুমিত্রা দত্ত রায় বলেন, “যদি আমাকে বহিষ্কার করে থাকে তাহলে আমি
খুশি। দল থেকে বহিষ্কার করলেও আমি নির্দল প্রার্থী হয়েই ভোটে লড়বো। আমি আমার
জায়গা থেকে এক চুলও সরব না”।
দলে কোনদিন
আপনাদের ফেরানো হবে না;
সে প্রসঙ্গে তিনি বলেন, “আমি মমতা
বন্দ্যোপাধ্যায়কে ভালবাসতাম কাছে না যেতে পারলেও তাকে দুর থেকে ভালোবাসব”।
বিস্তারিত জানতে আমাদের সঙ্গে থাকুন-