Bongaon Municipality Election : পৌর নির্বাচন কমিটির চেয়ারম্যান বিশ্বজিৎ দাসের নেতৃত্বে বৈঠকে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা

TMC-candidates-in-a-meeting-chaired-by-Municipal-Election-Committee-Chairman-Biswajit-Das


প্রতিনিধি : বনগাঁয় পৌরসভা ভোট নির্বাচন নিয়ে রাজনৈতিক বচসা এখন তুঙ্গে। আগামী ২৭ শে ফেব্রুয়ারি সুষ্ঠুভাবে ভোট দানের প্রক্রিয়াকে কার্যকরী করে তুলতে বনগাঁ পৌরসভার ২২ টি ওয়ার্ডের প্রার্থীদের নিয়ে বৈঠকে বসলেন বনগাঁর তৃণমূল নেতৃত্ব।

বনগাঁ : ভারত-বাংলাদেশ সীমান্তে পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

ভোটের দিন ক্রমশ এগিয়ে আসতেই দল প্রচারে নেমেছেন প্রত্যেক দল প্রার্থীরা। এবারে পুরসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘিরে শুরু থেকেই দ্বন্দ্ব চলছে তৃণমূলে। দলের কাছ থেকে টিকিট না পেয়ে বহু নেতা নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন। সেই নিয়েই উত্তপ্ত পরিস্থিতি বনগাঁর ১৪ নম্বর ওয়ার্ডে।

সোমবার দুপুরে বনগাঁ থানা সংলগ্ন ইছামতি নদীর পাড়ে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের নিয়ে বৈঠক ডেকেছিলেন বনগাঁর পৌর তৃণমূল নির্বাচনী কমিটির চেয়ারম্যান তথা বিধায়ক বিশ্বজিৎ দাস। বৈঠকের মাধ্যমে তিনি জানান, ২২ টি ওয়ার্ডের মধ্যে ২২টি তেই আমাদের জয় সুনিশ্চিত। বনগাঁর মানুষের সাথে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে তার দায়িত্ব নেবেন সরকার।

আরও চীনের আধিপত্য একধাপ এগিয়ে বৃদ্ধি; এবার বাণিজ্যিক ক্ষয়ক্ষতির আশঙ্কায় ভারত

গতবারের বিরোধী দলের অভিযোগের ভিত্তিতে ছাপ্পা ভোটের প্রশ্নের জবাবে বিশ্বজিৎ বাবু জানান, বহিরাগতদের এই নির্বাচনে ঢুকতে দেওয়া হবে না। এর আগের বারও এরকম কিছুই হয়নি। প্রশাসন এ বিষয়ে কড়া নজরদারি করেছে।

এদিনের বৈঠকে অংশ নেননি, ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন পৌর মাতা জ্যোৎস্না আঢ্য এবং বনগাঁ শহর তৃণমূল সভাপতি তথা ১৪ নম্বর ওয়ার্ডের প্রার্থী দিলীপ দাস।

Post a Comment

Previous Post Next Post