প্রতিনিধি : সুরের আকাশে ফের নক্ষত্রপতন। প্রয়াত গায়ক তথা সুরকার বাপ্পি লাহিড়ী। তাঁর বয়স হয়েছিল ৬৯।
মঙ্গলবার রাতে মুম্বইয়ের একটি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। ভারতীয় চলচ্চিত্র জগতে তাঁর অবদান উল্লেখযোগ্য। বাংলা এবং হিন্দিতে একাধিক গান গেয়েছেন সাথে সুর'ও দিয়েছেন তিনি। বহু হিট ছবির সঙ্গীতকার ছিলেন তিনি।
১৯৫২ সালের ২৭ নভেম্বর জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন বাপ্পি লাহিড়ী। তাঁর বাবা অপরেশ লাহিড়ী এবং মা বাঁশরী লাহিড়ী। মা এবং বাবা উভয়ই সঙ্গীত জগতের মানুষ ছিলেন। তিনি মা-বাবার কাছেই প্রথম গানের তালিম নিয়েছিলেন। বহু বাংলা এবং হিন্দি ছবিতে সুর দিয়েছেন, একাধিক গান গেয়েছেন তিনি।
সুত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে মুম্বাই এর জুহুর একটি নার্সিংহোমে তাঁর মৃত্যু হয়। হঠাৎই অসুস্থতার কারণে তাঁকে সেই নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক ডা. দীপক নামজোশী জানিয়েছেন, নার্সিংহোমে নিয়ে আসার পর বাপ্পি লাহিড়ীর প্রেশার খুব কম ছিল। চিকিৎসকের সবরকম চেষ্টা করেও তাঁকে বাঁচানো যায়নি। রাত ১১টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গায়ক-সুরকার বাপ্পি লাহিড়ী। শোকের ছায়া গোটা শিল্পী জগতে।