প্রয়াত রাজ্যের ক্রেতা-সুরক্ষা দফতরের মন্ত্রী সাধন পাণ্ডে, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

Sadhan-Pandey-Minister-for-Consumer-Protection-of-the-late-State-expressed-his-condolences-to-the Chief Minister


ওয়েব ডেস্ক : প্রয়াত হলেন রাজ্যের ক্রেতা-সুরক্ষা দফতরের মন্ত্রী এবং তথা মানিকতলা কেন্দ্রের তৃণমূল বিধায়ক সাধন পাণ্ডে (Sadhan Pandey Death)। তিনি দীর্ঘ দিন ধরে মুম্বইয়ের এক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।

বিজেপির পথসভায় চোঙা বাঁধলে ভেঙে দেওয়ার হুমকি, অভিযোগ প্রাক্তণ ভাইস চেয়ারম্যান কৃষ্ণা রায়ের বিরুদ্ধে; সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কথোপকথনের অডিও

তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শোভনদেব চট্টোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় মন্ত্রিসভায় ক্রেতা-সুরক্ষা দফতরের মন্ত্রী (State Minister) হিসেবে দায়িত্ব সামলেছেন তিনি।

গত বছর জুলাই মাসে ফুসফুসের সংক্রমণে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। তখন তাঁকে কলকাতা একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু সংজ্ঞাহীন হয়ে ভেন্টিলেশনে থাকায় তাঁকে মুম্বইয়ের হাসাপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই এদিন মৃত্যু হয় উত্তর কলকাতা এলাকার বাম-বিরোধী রাজনীতির অন্যতম পরিচিত মুখ।

একুশের ভোটে মানিকতলা আসনে বিজেপির কল্যাণ চৌবেকে ২০ হাজারের বেশি ভোটে পরাজিত করেন তিনি। তাঁকে জোড়া দফতরের দায়িত্ব দিয়ে পুরস্কৃত করেন মুখ্যমন্ত্রী। ক্রেতা সুরক্ষা দফতরের পাশাপাশি স্বনির্ভর এবং স্বনিযুক্তি দফতরের মন্ত্রী করা হয়েছিল তাঁকে।

তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে টুইট করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড় তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে টুইট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু আধিকারী

তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেন বিজেপি সাংসদ তথা দলের সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ

Post a Comment

Previous Post Next Post