প্রতিনিধি : আগামী ২৭ শে ফেব্রুয়ারি পৌর নির্বাচন ভোট। তার আগে উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ পৌর নির্বাচন সুষ্ঠুভাবে করার উদ্দেশ্যে শুক্রবার বনগাঁ রামনগর রোড থেকে বনগাঁ জেলা পুলিশ সুপারের নেতৃত্বে রুটমার্চ শুরু করে পুলিশ। বাটার মোড় হয়ে মতিগঞ্জ এসে শেষ হয় রুট মার্চ।
পড়াশোনা সূত্রে ইউক্রেনে আটকে একাধিক ভারতীয় ছাত্র; আশঙ্কায় পরিবার
এদিন সন্ধা থেকে বনগাঁর পুলিশ সুপার তরুণ হালদার একদিকে বনগাঁর বিভিন্ন জায়গায় রুট মার্চ শুরু করেছেন, অন্যদিকে সকল স্থানীয় বাসিন্দাদের পথচলতি মানুষকে নির্ভয়ে ভোট দেওয়ার আবেদন জানান।
বনগাঁয় মোট ১১৮ টি বুথ রয়েছে। প্রত্যেক বুথে শান্তিপূর্ণভাবে ভোট প্রদানের উদ্দেশ্যেই আজকের এই রুটমার্চ বলে জানা যাচ্ছে। এ বিষয়ে তরুণ বাবু বলেন, "ভোটারদের মনে সাহস জোগানোর জন্য আমরা প্রতিনিয়তই রুটমার্চ করছি। উদ্দেশ্য একটাই সুস্থ ও শান্তিপূর্ণভাবে পৌর ভোট নির্বাচন। সাধারণ মানুষের উদ্দেশ্যে আমরা বলতে চাই আপনারা শান্তিপূর্ণভাবে ভোট দান করুন।"