ঈশিতা সাহা : তৃতীয় বিশ্ব যুদ্ধের দামামা বাজে বলে! তবে প্রভাব শুধু দুটি দেশ নয় গোটা বিশ্বের উপর পড়তে চলেছে। বৃহস্পতিবার সকালে ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা করে দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অর্থাত্ কার্যত ইউক্রেন দখলের পথেই হাঁটল মস্কো। আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি সূত্রে এমনটাই খবর।
#UkraineRussiaCrisis | Russian President Vladimir Putin vows retaliation against those who interfere with Russian Ukraine operation: AFP pic.twitter.com/H2a3lI9kww
— ANI (@ANI) February 24, 2022
এদিন রুশ প্রেসিডেন্ট বলেন, 'ইউক্রেনে সামরিক অভিযানের সিদ্ধান্ত নিয়েছি।' তিনি আরও জানিয়েছেন, ইউক্রেনে রাশিয়ার এই অভিযানের বিরোধিতা করবে, তাদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ করবে মস্কো। মূলত ইউক্রেনের পূর্বে থাকা বিদ্রোহীদের নিরাপত্তা সুনিশ্চিত করতেই পুতিন এই সিদ্ধান্ত নিলেন বলে খবর। এদিন তিনি ইউক্রেনের সেনাকেও আত্মসমপর্ণের নির্দেশও দিয়েছেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আশঙ্কা যত জোরাল হচ্ছে, ততই বিশ্বজুড়ে বাড়ছে উদ্বেগ।
শতাধিক ঢাকঢোল পিটিয়ে বর্ণাঢ্য মিছিল নিয়ে ৭ নম্বর ওয়ার্ডে প্রচার করলেন বিজেপি প্রার্থী দেবদাস মন্ডল
এদিকে চাপ বাড়াতে মস্কোর ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকা।এর আগে ইউক্রেনের ডোনেত্স্ক ও লুহান্স্কয় নামে দু'টি অঞ্চলকে স্বাধীন বলে ঘোষণা করে রাশিয়া। মস্কোর এই পদক্ষেপের পরই কড়া অবস্থান নিয়েছে আমেরিকা-সহ পশ্চিমী দেশগুলি। ফলে যুদ্ধ এখন শুধু দুটি দেশে নয় গোটা বিশ্বকে উত্তপ্ত করে ফেলেছে।
অন্যদিকে, ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী সংবাদমাধ্যম সিএনএনকে বলেছেন, ইউক্রেনের রাশিয়ার 'হামলা শুরু হয়ে গেছে।'ইউক্রেনের রাজধানী কিয়েভে অবস্থানরত বিবিসির সংবাদদাতা জানিয়েছেন, সেখানে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এবং ইউক্রেনের বিভিন্ন অঞ্চল থেকেও বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে।
নির্বাচনে ভোট লুট করার জন্য তৎপর হবে তৃণমূল : দেবজিৎ সরকার
আবার রাশিয়া এক প্রত্যক্ষদর্শীর বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাশিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় একটি প্রদেশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইউক্রেনের সীমান্ত থেকে ওই প্রদেশের দূরত্ব বেশি নয়। এ ছাড়া কিয়েভের প্রধান বিমানবন্দরের কাছেও আজ বৃহস্পতিবার গুলিবর্ষণের খবর জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো।