এ কি দৃশ্য! যোগীর লোকসভায় চলছে মালিকানাহীন গরুসভা

Ownerless-Garusabha-is-going-on-in-Yogis-Lok-Sabha

প্রতিনিধি : রাখে হরি মারে কে!!আজ, বুধবার, চতুর্থ দফার ভোটপর্ব। কিন্তু ভোটের ঠিক আগের দিন কী ঘটল!মুখ্যমন্ত্রী আসবেন বলে কথা। আয়োজন হয়েছিল বিশাল জনসভার। কিন্তু মুখ্যমন্ত্রী পৌঁছনোর আগেই পৌঁছে গেল মাঠে কয়েকশো গরু।ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের বারবনক-তে।   টুইটার জুড়ে একই ভিডিও এবার।

আজ বুধবার উত্তরপ্রদেশে শুরু হয়েছে বিধানসভা নির্বাচন। তিন দফায় ভোট গ্রহণ হয়েছে। সেইনিয়ে গতকাল মঙ্গলবার বিধানসভা নির্বাচনের প্রচারে এসেছিলেন বিদায়ী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রাজ্যে গো-পালনের উপর বিশেষ জোর দেওয়া হলেও, তার জেরে বিভিন্ন এলাকায় যে গরুর উপদ্রব বাড়ছে, সেই বিষয়টি মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরতেই এই অভিনব পদ্ধতি বেছে নিল বারাবনকির কৃষকরা।

Ownerless-Garusabha-is-going-on-in-Yogis-Lok-Sabha

সভাস্থলের মাঠে কয়েকশো গরু চড়ে বেড়ানোর ভিডিয়ো টুইট করেন কৃষক নেতা রণদীপ সিং মান। টুইটারে তিনি লেখেন, ‘বারাবনকিতে যোগী আদিত্যনাথের সভা শুরুর আগেই কৃষকেরা কয়েকশো গরু ছেড়ে দেন। এলাকায় যে গরুর সংখ্যা বাড়ছে, আর তা সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে কৃষকদের। সেহেতু কৃষকেরা দেখতে চাইলেন মুখ্যমন্ত্রীর সভার আগে বিজেপি কী সমাধান সূত্র খুঁজে বের করে’!

মোদিকে চিঠি মমতার; রাজ্যে গঙ্গায় ভাঙ্গন, পরিস্থিতি উদ্বেগজনক

যদিও ঘটনায় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বা বারাবনকির প্রশাসনের তরফে এই বিষয়ে কোনও জবাব দেওয়া না হলেও, বিকেলেই মুখ্যমন্ত্রী একটি ভিডিয়ো পোস্ট করেন। গত সপ্তাহেই নির্বাচনী প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই গরুর সমস্যার সমাধান করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন,  আগামী ১০ মার্চ পর সেই সমস্যার সমাধানের বক্তব্যটি তুলে ধরেন মুখ্যমন্ত্রী যোগী।

এদিকে আদিত্যনাথ যোগীর ওই টুইটের জবাবেই পাল্টা কটাক্ষ করেছে কংগ্রেস। বিগত পাঁচ বছর ধরে বিজেপি সরকার যে সাধারণ মানুষদের সমস্যাকে গুরুত্ব দেয়নি, কেবল নির্বাচনের আগেই মালিকানাহীন গরুর উপদ্রবের কথা মনে পড়েছে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর, এই অভিযোগও করা হয়।

Post a Comment

Previous Post Next Post