প্রতিনিধি : দীর্ঘ সময় পর ফের স্বাভাবিকভাবে স্কুল-কলেজে পঠন-পাঠন শুরু করতে পেরেছে পড়ুয়ারা। অবশ্য এখনও পর্যন্ত মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার মূল্যায়ন কোন পদ্ধতিতে হবে তা স্পষ্ট নয় পড়ুয়াদের কাছে। এবার সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণে বৈঠক ডাকলেন মুখ্য সচিব।
বিজেপি প্রার্থীদের ঝেটিয়ে বিদায় দেওয়ার নির্দেশ বনগাঁ জেলা সভাপতি আলো রানীর
মঙ্গলবার বিকেলে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর নেতৃত্বে নবান্নে জেলাশাসকদের বৈঠক অনুষ্ঠিত হবে। করোনা পরিস্থিতি পর্যালোচনা করে চলতি বছরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে আলোচনা হবে বৈঠকে।
করোনার প্রকোপ কমলেও আক্রান্তের সংখ্যা কে এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এই আবহে এবছরের বোর্ড পরীক্ষা অফলাইন না অনলাইনে হবে, তা এখনও স্পষ্ট নয়। মঙ্গলবারে বৈঠকে এই সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে মনে করা হচ্ছে শিক্ষা মহল থেকে।
পৌর নির্বাচন কমিটির চেয়ারম্যান বিশ্বজিৎ দাসের নেতৃত্বে বৈঠকে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা
যদিও শিক্ষা দফতর সূত্রে খবর , এবারের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার মোড অফলাইনেই। সুতরাং আর বাড়িতে বসে পরীক্ষা নয়। সেক্ষেত্রে ৭ ই মার্চ থেকে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা এবং ২ এপ্রিল থেকে শুরু হবে উচ্চ মাধ্যমিক।