পড়াশোনা সূত্রে ইউক্রেনে আটকে একাধিক ভারতীয় ছাত্র; আশঙ্কায় পরিবার

Multiple-Indian-students-stranded-in-Ukraine-studying-Family-in-danger


প্রতিনিধি : বৃহস্পতিবার থেকে ইউক্রেনের সঙ্গে শুরু হয়েছে রাশিয়ার যুদ্ধ। শুক্রবার দ্বিতীয় দিনে ইউক্রেনের উপর বিমান হানা শুরু করেছে রাশিয়া। ফলে ইউক্রেনে আটকে রয়েছে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ। ভারতের একাধিক ছাত্রছাত্রীরাও আটকে পড়েছে ইউক্রেনে। বাদ নেই পশ্চিমবাংলার মানুষও। তাদের মধ্যে রয়েছেন গাইঘাটা পাঁচপোতা এলাকার তনময় বিশ্বাস।

তনময় পরিবারের সদস্যরা জানিয়েছেন, ২০১৭ সালে পয়লা অক্টোবর  তনময় ডাক্তারি পড়তে ইউক্রেনের পাড়ি দিয়েছিল। তন্ময় বর্তমানে খারকিউবস শহরে রয়েছে। বাবা মায়ের একমাত্র সন্তান সে। বাবা দুলাল বাবু বর্তমানে স্ত্রীকে নিয়ে কর্মসূত্রে উত্তরপ্রদেশে রয়েছেন। বর্তমানে তাদের গাইঘাটার বাড়ি দেখ ভাল করছেন মামি নির্মলা বিশ্বাস।

দেশে আজকের করোনা আপডেট

এদিকে প্রতিনিয়ত সংবাদ মাধ্যমে বিভিন্ন ধরনের সংবাদ দেখে কার্যত উদ্বিগ্ন তনময়ের  মা বাবা। ইউক্রেনের এই ভয়াবহ পরিস্থিতিতে ছেলে কীভাবে বাড়ি ফিরবে তা নিয়ে দুশ্চিন্তায় তার পরিবার পরিজনেরা। তারা জানান,"ছেলের সঙ্গে মাঝে মাঝে যোগাযোগ হচ্ছে, কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছি। ওখানে জল খাবারের ব্যবস্থা নেই। অনাহারে দিন কাটছে। ফোনে ঠিকমতো যোগাযোগ করে উঠতে পারছিনা। সরকারের কাছে আবেদন ছেলে যেন সুস্থ শরীরে আমাদের পরিবারের মাঝে ফিরে আসে।"

২০২২ সালের পরীক্ষার সময়, তারিখের বিজ্ঞপ্তি প্রকাশ

ডাক্তারি পড়তে গিয়ে আরো একজন ভারতীয় ছাত্র বিচ্ছিন্ন হয়ে আছেন পরিবার থেকে। কয়েকমাস আগে ইউক্রেনে ডাক্তারি পড়তে গিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ের বাসিন্দা সুশোভন বেরা। সুশোভন ইউক্রেনের KYIV মেডিক্যাল ইউনিভার্সিটির তৃতীয় বর্ষের ছাত্র।

গত ২০২১ সালের জুলাই মাসে একবার বাড়ি এসেছিল। সেপ্টেম্বর মাসে ফের রওনা দেয়। তিন বছর ধরে পড়াশুনা করছে সেখানেই। পরিবারের আর্জি, ভারত সরকার দ্রুত তাদের ছেলেকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসুক। ছেলের সঙ্গে হোয়াটসঅ্যাপ কলে কথা বলে যেটা জানা যাচ্ছে সুশোভন ইউক্রেনের কিবেরে একটি বিল্ডিংয়ের আন্ডার গ্রাউন্ডে রয়েছে।

Post a Comment

Previous Post Next Post