সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তৃণমূলের প্রার্থী তালিকা, অন্যদিকে প্রার্থী হচ্ছেন প্রাক্তন চেয়ারম্যান শংকর আঢ্য জানালেন দিলীপ দাস

List-of-viral-grassroots-candidates-on-social-media

সায়ন ঘোষ, বনগাঁ : তৃণমূলের প্রার্থী তালিকা দলিয় ভাবে প্রকাশের আগেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এই নিয়েই বিতর্ক উত্তর ২৪ পরগনার বনগাঁ পুরসভায়। ভোটের তালিকা প্রকাশ করার কথা ছিল কিছুদিনের মধ্যেই। কিন্তু তাঁর আগেই মঙ্গলবার ভাইরাল হয়ে গেল বনগাঁর ২২ টি ওয়ার্ডের প্রার্থীদের নাম। যদিও এই তালিকার বিষয়ে জেলা সভাপতি আলোরানি সরকারকের কাছে জানতে চাইলে এই  প্রার্থী তালিকা 'আমার না' বলে জানান। 

List-of-viral-grassroots-candidates-on-social-media

জেলা সভাপতি আলোরানি সরকার জানান, "আমরা অনেক সময় অনেক জায়গায় আমাদের সই করা প্যাড রেখেদি। এটা আমার তালিকা নয়। তালিকা ঠিক করবে কালীঘাট থেকে। তারাই ঠিক করবেন কারা প্রার্থী হবেন। এই দলিয় প্রার্থী তালিকা নিয়ে অবশ্যই পুলিশের দ্বারস্থ হব।"

উল্লেখ্য, ২০১৯ এর লোকসভা ও ২০২১ এর বিধানসভা নির্বাচনে বনগাঁ পৌর এলাকায় পিছিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। পৌরসভা উদ্ধার করতে কয়েক মাস আগেই বনগাঁ পৌর প্রশাসক শংকর আঢ্যকে পরিবর্তন করে পৌর প্রশাসক করা হয়েছে প্রক্তণ বিধায়ক গোপাল শেঠকে। 

প্রসঙ্গত, ২০২২ এর নির্বাচনে বনগাঁ পৌরসভার ভোটে লড়ার জন্য তৃণমূল কংগ্রেসের ১১০ জন আবেদন করেছিলেন। মঙ্গলবার  জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে সংবাদিক সম্মেলন করে জানান বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী আলো রানী  সরকার। এদিনের সাংবাদিক বৈঠকে প্রাক্তন চেয়ারম্যান শংকর আঢ্য প্রার্থী হবে কি না সেই প্রসঙ্গে শুনতে চাইলে বনগাঁ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ দাস জানান, তিনি তাঁর বায়োডাটা জমা দিয়েছে। নিঃসন্দেহে তিনি প্রার্থী হচ্ছেন। কিন্তু সবাটাই ওপর থেকে ঠিক হবে। তাঁরা যেটা বলবে সেটাই হবে। যদিও সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া তালিকায় নাম নেই  শংকর আঢ্যের।

যদিও এই বিষয়ে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি নেতা দেবদাস মন্ডল। তিনি বলেন, তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মীরাই প্রার্থী হওয়ার দৌড়ে রয়েছেন । ১১০ জন আবেদন করে থাকলে কম হয়েছে। গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার বন্ধ তৃণমূল কংগ্রেস। বনগাঁর মানুষ ভারতীয় জনতা পার্টির উপর আস্থা রাখবে।

Post a Comment

Previous Post Next Post