Lata Mangeshkar Passes Away : প্রয়াত কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর

Late-legendary-singer-Lata-Mangeshkar


প্রতিনিধি : রবিবার সকালে না ফেরার দেশে চলে গেলেন কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর। বয়েস হয়েছিল ৯২ বছর। দীর্ঘদিন ধরে ভর্তি ছিলেন হাসপাতালে। শনিবার তাঁর স্বাস্থ্যের অবনতি হওয়ায় ভেন্টিলেটরে রাখা হয় তাঁকে।

চিকিৎসক সুত্রে জানা গেছে,  নিউমোনিয়া ধরা পড়ার পরে মঙ্গেশকরকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তিনি কয়েক সপ্তাহ ভেন্টিলেটরে ছিলেন।  তারপর তাঁর স্বাস্থ্যের উন্নতির হতেই ভেন্টিলেটর থেকে সরিয়ে নেওয়া হয়েছিল তাঁকে। রবিবার সকালে জীবন যুদ্ধে হার মানেন কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর।

করোনায় আক্রান্ত হয়ে ভর্তি ছিলেন মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে।  ১১ জানুয়ারি থেকে ভর্তি ছিলেন হাসপাতালে। ১৯২৯ সালের ২৮ সেপ্টেম্বর মধ্যপ্রদেশের ইন্দৌরে এক মারাঠি পরিবারে জন্ম তাঁর। ছোটোবেলা থেকেই গানের প্রতি ভালোবাসা ছিলেন তাঁর।

২০০১ সালে 'ভারতরন্ত' পান কিংবদন্তী। তাঁর  চলে যাওয়ায় দু'দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে কেন্দ্রের তরফ থেকে। পেয়েছেন 'পদ্মবিভূষন' এবং 'পদ্মভূষন' সন্মানও। এছাড়া 'দাদা সাহেব ফালকে' ছাড়াও একাধিক সন্মান পান লতা'জী। 

গানের জগতে প্রায় ৩৬ টির বেশি ভাষায় গান করেছেন তিনি। ৩০০০০ এর বেশি গান গেয়েছেন তিনি। 

Post a Comment

Previous Post Next Post