বিজেপির পথসভায় চোঙা বাঁধলে ভেঙে দেওয়ার হুমকি, অভিযোগ প্রাক্তণ ভাইস চেয়ারম্যান কৃষ্ণা রায়ের বিরুদ্ধে; সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কথোপকথনের অডিও

Krishna-Roy-was-accused-of-threatening-to-break-the-BJPs-roadblock-if-it-was-built-Audio-of-viral-conversations-on-social-media


সার্বভৌম সমাচার প্রতিবেদন : বিজেপির পথসভায় চোঙা বাঁধলে তা ভেঙে দেওয়ার হুমকির অভিযোগ উঠল তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে। অডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। বনগাঁ পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী তথা প্রাক্তণ ভাইস চেয়ারম্যান কৃষ্ণা রায়ের বিরুদ্ধে এমনই অভিযোগ করেন ১০ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী দ্বিপ্তেন্দু বিকাশ বৈরাগী (মন্টু)।

প্রসঙ্গত, কিছুদিন আগে প্রার্থীদের ফ্লেক্স ছেঁড়া নিয়ে সরগরম হয়েছিল বনগাঁর রাজনীতি। সে সবের পর এবার বিজেপির পথসভার জন্য চোঙা বাঁধলে তা ভেঙে দেওয়ার হুমকির দেওয়া হয় বনগাঁর এক লাইট-মাইক ব্যবসায়িকে। বিজেপি প্রার্থী দ্বিপ্তেন্দু বিকাশ বৈরাগী সাথে ওই লাইট-মাইক ব্যবসায়ির কথোপকথনের অডিও ভাইরাল গোটা সোশ্যাল মিডিয়ায়। (অডিও-এর সত্যতা যাচাই করেনি সার্বভৌম সমাচার পত্রিকা।)

পুরভোটের আগে ফের উতপ্ত বারাকপুর

শনিবার রাতে এই হুমকির অভিযোগ এনে বনগাঁ থানায় অভিযোগ করেন ১০ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী দ্বিপ্তেন্দু বিকাশ বৈরাগী। এদিন রাতে বিজেপি প্রার্থীর সাথে বনগাঁ থানায় আসেন বনগাঁ উত্তর কেন্দ্রের বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়া ও বনগাঁ দক্ষিণ কেন্দ্রের বিধায়ক স্বপন মজুমদার সহ স্থানীয় বিজেপি কর্মীরা। 

বিজেপি প্রার্থী দ্বিপ্তেন্দু বিকাশ বৈরাগী বলেন, "রবিবার ২ নম্বর রেলগেট এলাকায় নির্বাচন কমিশনের অনুমতি নিয়ে আমাদের একটি পথসভা করার কথা রয়েছে। সে কারণে ২ নম্বর রেলগেট এলাকায় লাইট-মাইক ব্যবসায়ী চোঙা বাঁধতে গেলে তাদের লাইট মাইক ভেঙে দেওয়ার হুমকি দিচ্ছেন ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী কৃষ্ণা রায়। ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে ওই এলাকায় আমার পথসভার জন্য চোঙা বাধতে চাইছে না।" 

নির্দল প্রার্থীর ব্যানার ছিঁড়ে তাকে ভয় দেখানোর অভিযোগ

বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনীয়া বলেন, ১০ নম্বর ওয়ার্ডে আমাদের প্রার্থীকে দৈহিকভাবে আক্রান্ত সহ ফ্লেক্স-ব্যানার ছেঁড়া, ভয় দেখানো ও কর্মীদের হুমকি দেয়ার ঘটনা ঘটছে। এই বিষয়ে প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছেন না। বনগাঁ দক্ষিনের বিধায়ক স্বপন মজুমদার বলেন, এতো কি ভয় যে ভারতীয় জনতা পার্টির কর্মীদের ধমকানো হচ্ছে, ফ্লেক্স ছিঁড়ে দেওয়া হচ্ছে।

যদিও এ বিষয়ে বক্তব্য দিতে নারাজ ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী কৃষ্ণা রায়।

Post a Comment

Previous Post Next Post