চাকরি: মাধ্যমিক পাস ও কম্পিউটার জানা থাকলেই পেতে পারেন সরকারি চাকরি, বেতন কত?

Jobs-If-you-know-secondary-pass-and-computer-you-can-get-government-job-what-is-the-salary


প্রতিনিধি : কলকাতায় ইংলিশ স্টেনোগ্রাফার পদে ৩ জন কর্মী নিয়োগ করবে কর্তৃপক্ষ। ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট কনজুমার ডিসপুট রিড্রেসাল কমিশনে নিয়োগের জারি হয়েছে সেই বিজ্ঞপ্তি। যোগ্য ও আগ্রহী প্রার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যে সরাসরি ইন্টারভিউয়ের জন্য আবেদন করতে বলা হয়েছে। নিচে নির্ধারিত তারিখ ও স্থান বলে দেওয়া হয়েছে।

পদের সংখ্যা : মোট পদের সংখ্যা ৩টি।

বেতন : এই কাজের জন্য প্রতি মাসের বেতন  ১৫০০০/- টাকা দেওয়া হবে।

যোগ্যতা : এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীকে মাধ্যমিক পাশ ও স্টেনোগ্রাফির জ্ঞান থাকা বাধ্যতামূলক। সঙ্গে কম্পিউটারে টাইপ করার ক্ষমতা ছাড়াও কম্পিউটারে প্রাথমিক কাজের জ্ঞান থাকতে হবে চাকরিপ্রার্থীর।

এ কি দৃশ্য! যোগীর লোকসভায় চলছে মালিকানাহীন গরুসভা

বয়স : এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৬৪-র মধ্যে।

ঠিকানা : WBSCDRC-এর অফিস, ক্রেতা সুরক্ষা ভবন , ১১ এ মীরজা গালিব স্ট্রিট কলকাতা- ৭০০০৮৭ এর নিচতলায় ইন্টারভিউ হবে চাকরিপ্রার্থীদের। উপরে দেওয়া তথ্য সংক্ষিপ্ত. শূন্যপদগুলির জন্য আবেদন করার আগে, আনুষ্ঠানিকভাবে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখে নিতে হবে।

আবেদন প্রক্রিয়া : আবেদনকারীদের ১২/০৩/২০২২ তারিখে ইন্টারভিউ হবে উপরে উল্লেখিত ঠিকানায়।

তথ্যের বিস্তারিত জানতে নিচে দেওয়া লিংকে ক্লিক করুন ...

https://wbsetcl.in

Post a Comment

Previous Post Next Post