U19 World Cup 2022 Final, India vs England : ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ৫তম শিরোপা জিতল ভারত

India-won-the-5th-title-by-defeating-England-in-the-final


সৌম্যদ্বীপ মল্লিক : শনিবার অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে চার উইকেটে জয়লাভ করেছে। এটি ভারতের জন্য একটি রেকর্ড-বর্ধিত পঞ্চম অনূর্ধ্ব-১৯ শিরোপা। 

Lata Mangeshkar Passes Away : প্রয়াত কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর

ইংল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমে ৪৪.৫ ওভারে ১৮৯ রানে অলআউট হয়ে যায়। জেমস রিউ ১১৬ বলে একটি গুরুত্বপূর্ণ ৯৫ রান ও সেলস ৬৫ বলে ৩৪ রান করেন। জয়ের জন্য ১৯০ রানের লক্ষ্য তাড়া করে ৪৭.৪ ওভারে ছয় উইকেটে ১৯৫-এ পৌঁছায় ভারত। নিশান্ত সিন্ধু ৫৪ বলে ৫০ রানের অপরাজিত ম্যাচ জেতান ইনিংস খেলেন।  এদিকে, শাইক রশিদ ভারতের হয়ে ৮৪ বলে ৫০ রান করেন।

এই সপ্তাহের (PDF) কাগজ দেখার জন্য এই লিংকে ক্লিক করুন...

ইংল্যান্ডের বোলিং বিভাগের হয়ে জোশুয়া বয়েডেন, জেমস সেলস ও থমাস অ্যাসপিনওয়াল নেন দুটি করে উইকেট।  রাজ বাওয়া ভারতের হয়ে দুর্দান্ত ফর্মে ছিলেন এবং পাঁচ উইকেট নেন এবং রবি কুমার চারটি ডিসমিসাল এবং কৌশল তাম্বে একটি উইকেট নেন।

Post a Comment

Previous Post Next Post